ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

বিমানবন্দরে করোনা ভাইরাস শনাক্তের মেশিন স্থাপন

প্রকাশিত: ০৯:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০২০

বিমানবন্দরে করোনা ভাইরাস শনাক্তের মেশিন স্থাপন

অনলাইন রিপোর্টার ॥ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে করোনা ভাইরাস ডিটেক্ট মেশিন স্থাপন করা হয়েছে। বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এ কার্যক্রমের উদ্বোধন করেন। এই যন্ত্রের মাধ্যমে একঘন্টার মধ্যেই করোনা ভাইরাস আক্রান্তদের সনাক্ত করা যাবে। শুধু তাই নয়, যন্ত্রটি জিকা ভাইরাস, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মেলেরিয়াসহ আরো ১৫টি ভাইরাস সনাক্তে সক্ষম। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আপতত ১০০টি কিটসহ মেশিন আনা হয়েছে। এগুলোর কার্যকারিতা পর্যবেক্ষণ করে ভবিষ্যতে আরো যন্ত্র আনার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।
×