নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মহাদেবপুরে তিন ফসলী কৃষি জমিতে পুকুর খনন করছে শিউলী চাউল কল বয়লার ব্যবসায়ী। আর এসব কিছু করা হচ্ছে প্রশাসনকে ম্যানেজ করে। এমন অভিযোগ স্থানীয়দের।
অনুমোদন বিহিন এই তিন ফসলী কৃষি জমিতে প্রশাসনকে ম্যানেজ করে দম্ভের সঙ্গে পুকুর খনন কাজ করলেও দেখার কেউ নেই, বলারও কেউ নেই। জানা গেছে, মহাদেবপুরের ব্যবসায়ী শিউলী চাউল কলের মালিক হাজী আব্দুল জব্বার শিবরাম পুরের পাঁকা রাস্তার কোল ঘেঁষে প্রায় ৭/৮ বিঘার তিন ফসলী কৃষি জমিতে ড্রেজার মেশিন দিয়ে পুকুর খনন কাজ চালিয়ে যাচ্ছে। ২৩ ফেব্রুয়ারি রবিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় তিন ফসলী কৃষি জমিতে ড্রেজার মেশিন দিয়ে ওই প্রভাবশালী চাউল কল ব্যবসায়ী পুকুর খনন কাজ করছে। এব্যাপারে ওই ব্যবসায়ীর ছেলে হাজী আয়নুল ইসলাম গনমাধ্যমকে জানান, অনুমোদন ছাড়ায় পুকুর খনন করছি এবং দীর্ঘ এক বছর ধরে এই পুকুর খননের অনুমোদন না পাওয়ায় অবশেষে খনন কাজ করতে বাধ্য হচ্ছি। অপরদিকে ইউএনও মোঃ আমিনুর রহমান মিলন জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।