ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানোর বিষয়ে শুনানি ২৪ ফেব্রুয়ারি

প্রকাশিত: ২২:২৬, ২২ ফেব্রুয়ারি ২০২০

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানোর বিষয়ে শুনানি ২৪ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক ॥ উইকিলিকসের প্রতিষ্ঠাতা কারাবন্দি জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হবে কি না, সে ব্যাপারে ২৪ ফেব্রুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে। তবে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে না পাঠাতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে ওয়াশিংটন অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচার করতে চায়। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতেই যুক্তরাজ্যের উলউইচ ক্রাউন কোর্টে শুনানি হবে। গত বছরের ১১ এপ্রিল যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে সাত বছর রাজনৈতিক আশ্রয়ে থাকা অ্যাসাঞ্জকে আটক করে লন্ডন পুলিশ। তার বিরুদ্ধে যৌন হয়রানিসহ কয়েকটি অভিযোগ ছিল।
×