ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

ভারতে পাচারের আগে চুয়াডাঙ্গায় ২ রোহিঙ্গা যুবতীসহ আটক ৪

প্রকাশিত: ০৯:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০২০

ভারতে পাচারের আগে চুয়াডাঙ্গায় ২ রোহিঙ্গা যুবতীসহ আটক ৪

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার ডুগডুগি পশুহাটে ভারতে পাচারের আগে ২ রোহিঙ্গা যুবতীসহ ৪ জনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। শনিবার দুপুরে দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশুহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জুবাইরা খাতুন (২০) কক্সবাজার কুতুপালং ৬ নং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি (ক্যাম্পের প্রধান) আমির হোসেনের মেয়ে ও আনোয়ারা খাতুন (১৮) বালুখালি ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের ইসমাইল হোসেনের মেয়ে। এছাড়া জাকির হোসেন (৪২) বরিশাল জেলার বাগদা গ্রামের ফজর আলীর ছেলে ও নাফিজ সাদিক (২৫) নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার ফজলুল হকের ছেলে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর কবির জানান,স্থানীয়রা ডুগডুগি পশুহাটে অপরিচিত ২জন যুবতীকে দেখে তাদের কথা বার্তায় সন্দেহ হয়। তাদের সাথে কথা বললে কথা বুঝতে না পেরে ধারণা করে তারা রোহিঙ্গা। এসময় তারা দামুড়হুদা মডেল থানায় খবর দিলে পুলিশ সেখান থেকে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে। তবে তারা কেন এ এলাকায় এসেছে তা বলেনি। এসময় তাদের সাথে থাকা জাকির হোসেন ও নাফিজ সাদিক আটক করা হয়। ধারনা করা হচ্ছে, দামুড়হুদার যে কোন সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই ২ যুবতীকে ভারতে পাচার করা হতো। জাকির হোসেন ও নাফিজ সাদিক বলেন, তারা চিকিৎসার জন্য ভারতে যাওয়ার জন্য দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে যাচ্ছিল। ওই ২ যুবতীর সাথে তাদের কোন সংশ্লিষ্টতা নেয়। আমাদের কাছে পাসপোর্ট ভিসা আছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর কবির আরো জানান, এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডাইরি নথিভূক্ত করা হয়েছে। তবে আটক জাকির হোসেন ও নাফিজ সাদিককে ছেড়ে দেয়া হবে এবং রোহিঙ্গা শরনার্থী ২জনকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৌছে দেয়া হবে।
×