ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:১৮, ৩০ জানুয়ারি ২০২০

 অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের এই কঠিন পরীক্ষায় টস হেরেছে বাংলাদেশ। জুনিয়র টাইগারদের প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা যুব দল। 'সি' গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচেই সহজ জয় পায় বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচে তারা জিম্বাবুয়েকে হারায় ৯ উইকেটের বড় ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডও পাত্তা পায়নি, ৭ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে এসে বড় বিপদে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃষ্টির কারণে কার্টেল ওভারে (৩৭ ওভার) পরিণত হওয়া ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৫ ওভারে মাত্র ১০৬ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। শেষতক পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তানিম, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবির, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহীন আলম, রাকিবুল হাসান, হাসান মুরাদ, মেহেরুব হাসান।
×