স্পোর্টস রিপোর্টার ॥ রেফারি মিজানুর রহমান খেলা শেষের বাঁশি বাজাতেই দুই দলের একাধিক ফুটবলার মাটিতে বসে পড়লেন হাঁটু গেড়ে। কেউ জয়ের চিত্তসুখে, কেউ হারের হতাশায়। একটু পরেই জয়ী দলের কোচ মাকরাম দাবুবকে চ্যাংদোলা করে শূন্যে ছুঁড়ে শিরোপা জয়ের আনন্দ উদ্যাপন করলো ফিলিস্তিনের ফুটবলাররা। বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতলো তারা। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা অনায়াসেই হারায় বুরুন্ডিকে, ৩-১ গোলে। বিজয়ী দল খেলার প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়েছিল।
এ নিয়ে টানা দুবার চ্যাম্পিয়ন হলো মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিন। আগের আসরে (২০১৮) ফাইনালে টাইব্রেকারে ৪-৩ (০-০) গোলে তাজিকিস্তানকে হারিয়ে অভিষেকেই শিরোপাজয়ের স্বাদ পেয়েছিল তারা। তাদের আগে অবশ্য মালয়েশিয়ার ভিন্ন দুটি দল এই আসরের শিরোপা জিতেছিল। প্রথম আসরে (১৯৯৬-৯৭) মালয়েশিয়া লাল দল এবং তৃতীয় আসরে মালয়েশিয়া অনুর্ধ-২২ জাতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ২০১৮ ও ২০২০ আসরে দু’বারই চ্যাম্পিয়ন হয়েছে ফিলিস্তিনের জাতীয় দল।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোল করেন ৩ মিনিটে ফিলিস্তিনের খালেদ সালেম, ১০ মিনিটে সামিহ্ মারাবা এবং ২৬ মিনিটে লেইথ খারউব এবং ৬০ মিনিটে বুরুন্ডির ডিকুয়ামানা আসমান।
ফিলিস্তিন এবারের আসরে গ্রুপ পর্বে (‘এ’) স্বাগতিক বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিতে ওঠে। সেমিফাইনালে অপর আফ্রিকান দেশ সিশেলসকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায়। পক্ষান্তরে ‘বি’ গ্র পে মরিশসকে ৪-১ গোলে এবং সিশেলসকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চার নিশ্চিত করে বুরুন্ডি। সেখানে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায়।
# কে কি পুরস্কার পেল ॥
* চ্যাম্পিয়ন : ফিলিস্তিন ((ট্রফি, মেডেল ও ৩০ হাজার ডলার)
* রানার্সআপ : বুরুন্ডি (ট্রফি, মেডেল ও ২০ হাজার ডলার)
* ফেয়ার প্লে ট্রফি : ফিলিস্তিন
* সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) : ৭টি, এনশিমিরিমানা জসপিন (বুরুন্ডি)
* সেরা ফুটবলার (গোন্ডেন বল) : এনশিমিরিমানা জসপিন (বুরুন্ডি)
* সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লোভস) : তওফিক আবু হামাদ (ফিলিস্তিন)
* প্লেয়ার অব দ্য ফাইনাল : সামেহ্ মারাবা (ফিলিস্তিন)
# বঙ্গবন্ধু গোল্ডকাপের রোল অব অনার :
সাল চ্যাম্পিয়ন রানার্সআপ
১৯৯৬-৯৭ মালয়েশিয়া লাল পিএসএম মাকাসসার (ইন্দোনেশিয়া)
১৯৯৯ জেএফএল (জাপান) ঘানা অ-২৩
২০১৫ মালয়েশিয়া অ-২২ বাংলাদেশ
২০১৬ নেপাল বাহরাইন অ-২৩
২০১৮ ফিলিস্তিন তাজিকিস্তান
২০২০ ফিলিস্তিন বুরুন্ডি