অনলাইন ডেস্ক ॥ সরাসরি সেটে বলিভিয়ার হুগো দেলিয়েনকে হারিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের লড়াই অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন এক নাম্বার বাছাই রাফায়েল নাদাল। মেলবোর্নে স্প্যানিশ তারকা ৭২ নাম্বার বাছাইকে হারিয়েছেন ৬-২, ৬-৩ ও ৬-০ গেমে।
গত আসরসহ মোট পাঁচবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছেন নাদাল। গত বছর ৩৩ বছর বয়সী স্প্যানিয়ার্ড হেরে যান নোভাক জোকোভিচের কাছে।
এর আগে ২০০৯ সালে এক মহাকাব্যিক ম্যাচে রজার ফেদেরারের বিপক্ষে জিতে প্রথম ও একমাত্র অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা উদযাপন করেন নাদাল।
আর একটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেই পুরুষ এককে সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরারকে ছুঁয়ে ফেলবেন তিনি।
নাদাল সহজ জয় পেলেও ঘাম ঝরিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠতে হয়েছে জোকোভিচকে। গত আসরের চ্যাম্পিয়নকে এবার প্রথম ম্যাচেই দিতে হলো বড় পরীক্ষ। অবশ্য শেষ পযর্ন্ত দুই নাম্বার বাছাই চার সেটের লড়াই জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন।
জোকোভিচ ৭-৬ (৭-৫), ৬-২, ২-৬ ও ৬-১ গেমে হারিয়েছেন জার্মানির জেন-লেনার্ড স্ট্রাফের বিপক্ষে।
সাতবারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী জোকোভিচ এবার মেলবোর্নের কোর্টে নেমেছেন ক্যারিয়ারের ১৭তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের উদ্দেশ্যে।