ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

কক্সবাজারে বনভোজনের বাস খাদে, নিহত ১, আহত ৩০

প্রকাশিত: ০৯:৪৫, ১৮ জানুয়ারি ২০২০

কক্সবাজারে বনভোজনের বাস খাদে, নিহত ১, আহত ৩০

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামুতে মেরংলোয়া ব্রিজের রুলিং ভেঙ্গে বনভোজনের একটি বাস খাদে পড়ে ১ জন নিহতসহ ৩০ জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের উদ্ধার করে। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বনভোজনে বহনকারী ৪৫ আসনের একটি বাস ঢাকা থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। বাসটি রামু মেরংলোয়া লম্বা ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ব্যাটারি চালিত অটোকে সাইট দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে আশঙ্কা জনক কয়েকজকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রামু থানার ওসি জানান , নিয়ন্ত্রণ হারিয়ে বনভোজনের একটি বাস খাদে পড়ে ১জন নিহতসহ ৩০ জনের মতো আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
×