ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

রাজধানীর খিলক্ষেতে গৃহবধূ খুন

প্রকাশিত: ২২:২৩, ৭ জানুয়ারি ২০২০

রাজধানীর খিলক্ষেতে গৃহবধূ খুন

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর খিলক্ষেতে এক গৃহবধূকে খুনে ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের জন্য তার স্বামীকে সন্দেহ করছে পুলিশ। সালমা বেগম (২৪) নামে ওই নারীকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। তার স্বামী মোহাম্মদ হাসান ঘটনার পর থেকে পলাতক। দুন্নি পাতিরা পশ্চিমপাড়া এলাকার তোতা মিয়ার টিনশেড বাড়ির একটি ঘর থেকে সোমবার রাত সাড়ে ১১টায় সালমার লাশ উদ্ধার করে পুলিশ। খিলক্ষেত থানার এসআই আসাদুজ্জামান বলেন, ঘরে খাটের মধ্যে মৃত অবস্থায় সালমা পড়েছিল। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী হাসান পলাতক। সালমার স্বজনের উদ্ধৃতি দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “রাত ১০টার দিকে হাসান ফোন করে সালমার বড় বোনকে জানায়, সালমা ঘরে ঘুমিয়ে আছে উঠছে না। এরপরে সে ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়।” সালমার বোন তখন ছুটে এসে বোনকে মৃত দেখে থানায় খবর দেন। হাসান তার শ্বশুরের সঙ্গে সবজির ব্যবসা করতেন। পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। কলহের জের ধরে সালমা দুই সন্তানকে নিয়ে একই এলাকায় তার বাবার বাসায় থাকতেন। গত ১ জানুয়ারি স্ত্রীকে নিজের বাসায় এনেছিলেন হাসান। হাসানকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
×