ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

বরিশালে জেএমবির জঙ্গী আটক

প্রকাশিত: ০৯:৫৩, ২২ ডিসেম্বর ২০১৯

বরিশালে জেএমবির জঙ্গী আটক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দাওয়াতি শাখার মোঃ শহীদুল ইসলাম (৩৫) নামের এক সক্রিয় সদস্যকে গোয়েন্দা তথ্যের ভিত্তিকে নগরীর রুপাতলী এলাকা থেকে আটক করেছে বরিশাল র‌্যাব-৮-এর সদস্যরা। আটককৃত শহিদুল মেহেন্দীগঞ্জ উপজেলার শাহ আলম বেপারীর ছেলে। শনিবার সকালে র‌্যাব-৮ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা শাহ আলম বেপারীর পুত্র শহীদুল জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছেন, ঢাকায় অবস্থানকালে শীর্ষ জেএমবি সদস্যদের সান্নিধ্যে জেএমবি কর্মকা-ে অনুপ্রাণিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন বিভাগে গমন করেন। তিনি পেশায় গাড়িচালক। বর্তমানে সে নিজের পেশার আড়ালে ছদ্মবেশে উগ্রপন্থী কর্মকা- দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছিল। ঈশ্বরদীতে ৩২ কোটি টাকার জমি দখলমুক্ত স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ কতিপয় ভূমি দখলকারীর ২৫ বছর ধরে দখলে থাকা বত্রিশ কোটি টাকার চার দশমিক বাইশ একর জমি দখল মুক্ত করে সায়েদুননেছা ওয়াক্ফ এস্টেটের মোতওয়াল্লি এসএম শরীফ রাজ্জাক জুয়েল ম-লকে বুঝিয়ে দেয়া হয়েছে। শনিবার হাইকোর্টের আদেশ ও পাবনা জেলা প্রশাসকের নির্দেশে ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল সরেজমিনে ঢোল পিটিয়ে মাপজোকের মাধ্যমে সীমানা পিলার পুঁতে ও সাইন বোর্ড ঝুলিয়ে বেদখলকৃত জমি বুঝিয়ে দেন। এ সময় ঈশ্বরদী থানার একাধিক পুলিশ কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। গত পাঁচ বছরের প্রচেষ্টায় মোতওয়াল্লি এসএম শরীফ রাজ্জাক জুয়েল ম-ল এই পঁচিশ বছরের বেদখলী জমি সায়েদুননেছা ওয়াক্ফ এস্টেটের পক্ষে বুঝে পেলেন। এ ঘটনায় ওয়াক্ফ প্রশাসক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
×