নিজস্ব সংবাদাতা, শেরপুর ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘মুজিব বর্ষ’ উদযাপনে বাল্যবিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ ঘোষণা উপলক্ষে শেরপুরে বাল্য বিবাহ বিরোধী র্যালী, মানববন্ধন, গণস্বাক্ষরতা অভিযান ও শপথবাক্য পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার ‘বাল্যবিবাহের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ স্লোগানে জেলার ৫টি উপজেলাতে একযোগে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে হাজার হাজার শিক্ষার্থী অংশ নেয়।
সকালে জেলা শহরের নিউমার্কেট মোড়ে ওই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্ত-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের সদস্যদের বাল্যবিবাহ বিরোধী শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক আনার কলি মাহবুব। কর্মসূচিতে পৌর মেয়র গোলাম মোহাম্মদ লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বাল্যবিবাহের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করা হয়।