স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গত শনিবার সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে মুক্তিযোদ্ধা ছাত্র জনতার বিজয় মিছিল চলাকালে বিএনপির হামলার প্রতিবাদে জেলা আওয়ামীলীগ এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে এই প্রতিবাদ মিছিল বের করে শহর প্রদক্ষিন শেষে যমুনাপাড়ের শহীদ শেখ রাসেল পার্কে শেষ করে। মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। এতে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ হাবীবে মিল্লাত মুন্না এমপি, সহ-সভাপতি অ্যাডভোকেট কেএমহোসেন আলী হাসান, এ্যাড,. বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক রিয়াজ উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারন সম্পাদক একরামুল হক প্রমুখ। বক্তারা বলেন, একাত্তরে এদেশের ছাত্র-, জনতা মুক্তিযোদ্ধারা পাকি বাহিনীকে পরাস্থ করে লাল-সবুজ পতাকা অর্জন ও স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিল। বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ছাত্র-জনতার বিজয় মিছিলে স্বাধীনতা বিরোধী শক্তি মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালিয়েছে। এতে বিএনপি আবারো প্রমান করেছে তারা পাকিস্তানের পেতাত্বা। জন বিচ্ছিন্ন বিএনপি জামাত আবারো মাথা চাড়া দিয়ে মানুষকে হত্যা করতে চায়।