স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রাজনৈতিক প্রসিদ্ধ স্থান হিসেবেখ্যাত জেলার আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের পূর্বের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠণ করা হয়েছে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রকাশ্যে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও ৪৫টি ওয়ার্ড আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের কণ্ঠভোটের মাধ্যমে বিনাপ্রতিদ্বন্ধীতায় সুনীল কুমার বাড়ৈ সভাপতি ও আবু সালেহ মোঃ লিটন পুর্ণরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ব্যাপক আয়োজনে সম্মেলনের মাধ্যমে সদ্য ঘোষিত কমিটি ঘোষণার পর তৃণমুল আওয়ামী লীগ আগের যেকোন সময়ের চেয়ে আরও বেশি প্রানবন্ত ও উচ্ছাসিত হয়েছে।
আগৈলঝাড়া সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে শুক্রবার সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, সদস্য ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছর ১৭ জানুয়ারি শিক্ষক নেতা সুনীল কুমার বাড়ৈকে সভাপতি ও তরুণ নেতৃত্বের অহংকার আবু সালেহ মোঃ লিটনকে সাধারণ সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছিল জেলা আওয়ামী লীগ।