স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়ায় ডাকাত সর্দার মোহাম্মদ আলমের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় টইটং গুদিকাটা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ১২টি দেশীয় তৈরি বন্দুক ও ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। নিহত মোহাম্মদ আলম রাজাখালীর বদিউদ্দিন পাড়ার আবুল হোসেনের পুত্র।
জানা যায়, পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, মোহাম্মদ আলমের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর নির্যাতনসহ বিভিন্ন আইনে সাতটি মামলা রয়েছে। মঙ্গলবার ভোরে দুই ডাকাত দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চালায়। এসময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে ফাঁকা গুলি বর্ষণ করে। পরে ঘটনাস্থল তল্লাশি করে তালিকাভুক্ত ডাকাত আলমের মরদেহ ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।