পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ জমি সংক্রান্ত বিরোধ থেকে খাগড়াছড়ির দীঘিনালায় মেরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সভাপতি মো. শাকিল(৫২) কে হত্যার অভিযোগ করেছে স্বজনরা। উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম রেংকার্য্যা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো.শাকিল মেরুং ইউনিয়নের মৃত সিরাজ মিয়ার ছেলে। গলায় গামছা পেচিয়ে হত্যার পর তার মৃতদেহ বাড়ির পাশের একটি গাছে ঝুলিয়ে রাখে দূরবৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খায়ের নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহতের ছেলে মিন্টু মিয়া দাবি করেন,‘ দীর্ঘদিন ধরে স্থানীয়দের সাথে ওয়ার্ড আ’লীগ সভাপতি শাকিল’ এর জমি নিয়ে বিরোধ চলছিল। এই নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের গঠিত কমিটি শনিবার (আজ) বিরোধপুর্ণ জমি পরির্দশন করে বিরোধ নিষ্পত্তি করার কথা ছিল। মূলত জমির বিরোধ থেকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানায় স্বজনরা। হত্যাকান্ডের তদন্ত করে জড়িতে খুঁজে বের করার কথা জানান পুলিশ ।
শুক্রবার রাত সাড়ে ৯ টায় খাগড়াছড়ির দীঘিনালার মেরং ইউনিয়নের রেংকার্য্যা এলাকা থেকে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাকিলের হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।