অনলাইন ডেস্ক ॥ ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কিনক্যাড স্টেটের দাবানল। এরইমধ্যে পুড়েছে ১৬ হাজার একর জমি। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসোম। শুষ্ক বাতাসে ঘণ্টায় ১১২ কিলোমিটার এলাকা পুড়িয়ে অঙ্গরাজ্যটির দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছে আগুনের লেলিহান শিখা। বাতাসের বেগ আরও বাড়ার আশঙ্কা করছে মার্কিন আবহাওয়া দফতর।
সোমবার পর্যন্ত বিদ্যুৎ সুবিধা বন্ধ থাকার কথা। মানুষের নিরাপত্তার কথা ভেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ার ১ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে প্রায় ১ লাখ ঘর-বাড়িতে।
এর আগে শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে পিজিঅ্যান্ডই’র এক কর্মকর্তা জানান, বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে ৯ লাখ ৪০ হাজার বসতবাড়িসহ উত্তর ক্যালিফোর্নিয়ার ৩৬টি কাউন্টির ব্যবসা প্রতিষ্ঠান।
পরিস্থিতি সামাল দিতে লস অ্যাঞ্জেলেস ও সোনোমা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের শত শত কর্মী। আগুনে ক্যালিফোর্নিয়ার হাজার হাজার একর জমি পুড়ে গেছে। আর সোনোমা এলাকায় পুড়েছে ৩০ হাজার একর জমি।
স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় তাড়াহুড়ো করে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তারা। সঙ্গে নিতে পারেননি প্রয়োজনীয় কোনো জিনিসপত্রও।