অনলাইন রিপোর্টার ॥ ট্রেন চালকদের প্রশিক্ষণে বাংলাদেশ রেলওয়েতে প্রথমবারের মত যুক্ত হলো আধুনিক প্রযুক্তির লোকোমোটিভ সিমুলেটর। প্রশিক্ষণের জন্য ব্যবহৃত লোকোমোটিভ সিমুলেটরটি বর্তমানে কমলাপুর স্টেশনে স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে নতুন আধুনিক এই যন্ত্রের উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
লোকোমোটিভ সিমুলেটর বিষয়ে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, ১৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে স্পেন থেকে সিমুলেটরটি কেনা হয়েছে। একজন ট্রেনের চালক বাস্তবে যেমন ট্রেন চালিয়ে প্রশিক্ষণ নেন, ঠিক একইভাবে লোকোমোটিভ সিমুলেটরের মাধ্যমে গ্রাফিক্স ভিডিওর মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে। তার জন্য বর্তমানে সিমুলেটরের ভেতরে দুটি রেল লাইন রুটের গ্রাফিক্স ভিডিও দেয়া আছে।
এই ভিডিওর মাধ্যমে একজন ট্রেনচালক ভার্চুয়ালি প্রশিক্ষণ নেবেন। ট্রেন চালাতে গিয়ে যত ধরনের প্রতিবন্ধকতা আসে তার সবকিছুই এই ভিডিওর মধ্যে থাকবে। যে চালক এসব প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রশিক্ষণ শেষ করতে পারবে তিনিই ট্রেন চালক হিসেবে নিয়োগ পাবেন।