ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

সীতাকুন্ড ইয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, আহত দুই

প্রকাশিত: ০৯:৫৫, ১৪ অক্টোবর ২০১৯

সীতাকুন্ড ইয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, আহত দুই

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকুন্ডে একটি ইয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে। গত সোমবার বিকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাট সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন টাঙ্গাইল জেলার মধুপুর থানার মুনতাজ মারমার পুত্র অপু মারমা(৩৫)ও একই এলাকার ধীরেন্দ্র নাথের পুত্র তপন নাথ(৩০)। জানা যায়,উপজেলার সোনাইছড়ি শীতলপুর চৌধুরীঘাটা এলাকার মাহীনূর অক্সিজেন লিমিটেড প্রতিষ্ঠানের অক্সিজেন সাপ্লাই দেন বিভিন্ন ইয়ার্ডে। এরই সূত্রে ধরে সোমবার বিকালে চৌধুরীঘাটা সাগর উপকুল এলাকার সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডে ট্রাক ভর্তি অক্সিজেন সিলিন্ডার নিয়ে প্রবেশ করে। এরপর এক এক করে অক্সিজেন সিলিন্ডার ট্রাক থেকে নামানোর সময় একটি অক্সিজেন সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে অক্সিজেন নামানোর কাজে নিয়োজিত শ্রমিক অপু মারমার বাম পায়ের অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে আধা কিলোমিটার দূরে মাহমুদুল হকের টিনের ঘরে টিন ছিঁড়ে ঘরের মেঝেতে পড়ে থাকে। এতে মাহমুদুল হকের পরিবার আতংকিত হয়ে পড়ে। বাকি পায়ের অংশ পাশ^বর্তী পুকুরে এবং আরেক অংশ বাড়ির উঠানে পড়ে। অপর জন তপন নাথের চোখে সিলিন্ডারের স্পীডার ডুবে এক চোখ নষ্ট হওয়ার মত হয়ে পড়ে। এ বিষয়ে জানতে চাইলে সীতাকুন্ড মডেল থানার ওসি তদন্ত মো.শামীম শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘আমরা সিলিন্ডার বিস্ফোরিত স্থান পরিদর্শন করেছি। সিলিন্ডার বিস্ফোরণে একজনের পা ও অপর জনের চোখে গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছে। মূলত সাগরিকা ইয়ার্ডে মাহীনূর অক্সিজেনের সিলিন্ডার নামানোর সময় এ দূর্ঘটনা। আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।’
×