অনলাইন রিপোর্টার ॥ মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে আটকের পর র্যাব-২-এর কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে র্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ জনকন্ঠকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লোকমানকে তাঁর মণিপুরীপাড়ার বাসা থেকে আটক করে র্যাব-২। আটকের আগে লোকমানের বাসায় অভিযান চালায় র্যাব-২-এর একটি দল। গতকাল রাত ১১টার পর তাঁর বাসায় প্রবেশ করেন র্যাব-২–এর সদসস্যরা। পরে তাঁকে আটক করা হয়।
লোকমানকে কেন আটক করা হয়েছে, সে সম্পর্কে র্যাবের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে একটি সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের জন্য লোকমানকে আটক করা হয়েছে। ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে কয়েক দিন আগে রাজধানীর মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ কয়েকটি ক্লাবে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ক্যাসিনো বোর্ডসহ বিপুল পরিমাণ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করে পুলিশ।