ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

মিলান ডার্বি জিতে শীর্ষে ইন্টার

প্রকাশিত: ২২:৩৯, ২২ সেপ্টেম্বর ২০১৯

মিলান ডার্বি জিতে শীর্ষে ইন্টার

অনলাইন ডেস্ক ॥ দ্বিতীয়ার্ধের গোলে ‘মিলান ডার্বি’ জিতেছে ইন্টার মিলান। এসি মিলানকে হারিয়ে সেরি আয় শীর্ষে ফিরেছে আন্তোনিও কন্তের দল। সান সিরোয় শনিবার রাতে ২-০ গোলে জেতে ইন্টার মিলান। টানা চার জয়ে তাদের পয়েন্ট ১২। ২৩তম মিনিটে ইন্টারের জালে বল পাঠিয়েছিলেন মিলানের হাকান। কিন্তু তার আগে সতীর্থ ফ্রাঙ্ক কেসির হাতে বল লাগায় গোল হয়নি। ৩৫তম মিনিটে লাউতারো মার্তিনেস জালে বল জড়ালেও অফসাইযের কারণে গোল পায়নি ইন্টারও। দ্বিতীয়ার্ধের শুরুতে মার্সেলো ব্রোজোভিচের শট এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে দূরের পোস্ট দিয়ে জালে জড়ালে এগিয়ে যায় ইন্টার। ৭৮তম মিনিটে রোমেলু লুকাকু হেডে জাল খুঁজে নিলে ব্যবধান দ্বিগুণ হয়। চালকের আসনে বসে যায় আগের তিন ম্যাচ জিতে আসা ইন্টার। সেরি আয় শনিবার আগের ম্যাচে পিছিয়ে পড়ার পর ক্রিস্তিয়ানো রোনালদোর নৈপুণ্যে ভেরোনাকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে ফিরেছিল জুভেন্টাস। ইন্টারের জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে শিরোপাধারীরা।
×