ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

আর্মি ওয়ার্ম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার ॥ কৃষিমন্ত্রী

প্রকাশিত: ০৩:০৮, ১৪ সেপ্টেম্বর ২০১৯

আর্মি ওয়ার্ম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার ॥ কৃষিমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ আর্মি ওয়ার্ম হচ্ছে মারাত্মক ক্ষতিকারক এক পোকার নাম। এই পোকা ভুট্টা ক্ষেতে আক্রমণ করে থাকে। বাংলাদেশে এখনো মহামারি আকারে ধারণ করেনি। আর্মি ওয়ার্ম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শনিবার সকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত সপ্তম দক্ষিণ এশিয়া বায়োসেফটি সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। কৃষি মন্ত্রী বলেন, ‘আর্মি ওয়ার্ম নামের পোকার আক্রমণ বাংলাদেশেও শুরু হলে মারাত্মক ক্ষতির মুখে পড়বে এদেশের ভুট্টা চাষ। তাই আগে থেকেই সতর্ক আছে বাংলাদেশ।’ তিনি আরো বলেন, ‘ভারতে এ রোগ ছড়িয়ে পড়েছে ভুট্টা ক্ষেতে। বাংলাদেশ আক্রান্ত হওয়া ঠেকাতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা- এফএও এর সহযোগিতায় কার্যক্রম চালানো হচ্ছে। কয়েক বছরেরর মধ্যে ভুট্টার চাহিদা দেশের কৃষকরাই পূরণ করতে পারবেন।’ কৃষি বিষয়ে গবেষণা বাড়ানোর প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে ইতোমধ্যে বাংলাদেশের গমের আবাদ ক্ষতির শিকার হয়েছে। বৈশ্বিক তাপমাত্রা আরো বাড়লে, উপকূলের মানুষের মতো এ অঞ্চলের কৃষিও ক্ষতিগ্রস্ত হবে। তাই গবেষণার মাধ্যমে যতটা সম্ভব ফসলের সহিষ্ণুতা বৃদ্ধি বাড়ানোর উপর তাগিদ দেন মন্ত্রী।’ বাংলাদেশের বায়োসেফটি প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, ‘বাংলাদেশ সরকার অনেক আগে থেকেই কৃষিক্ষেত্রে বায়োসেফটি টেকনোলজি ব্যবহার করছে। সাউথ এশিয়া বায়োসেফটি প্রোগ্রাম একটি ইউএসএআইডি পরিচালিত আন্তর্জাতিক উন্নয়নমূলক প্রোগ্রাম যা বাংলাদেশ এবং ভারতে বাস্তবায়ন করছে। একইসাথে বাংলাদেশ ও ভারত বায়োসেফটি টেকনোলজি নিয়ে কাজ করছে।’ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়ান বায়োসেফটি প্রোগ্রামের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার অর্পনা ইসলাম, (ইউ এস এ আই ডি) ব্যুরো অফ ফুড সিকিউরিটির চিফ সায়েন্টিস্ট ড. রব বার্রটাম, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামানসহ অনেকেই।
×