স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো ৬ স্কুলছাত্রী। শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহ গুলো বন্ধ করেছেন সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। সিরাজগঞ্জ সদরের পৌরসভার রানীগ্রামে সপ্তম শ্রেণীর ছাত্রী চুমকী খাতুন (১৩), খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাক্ষণ বয়ড়া গ্রামে দশম শ্রেণীর ছাত্রী মোছাঃ মিম খাতুন (১৬), রতনকান্দি ইউনিয়নের গোবিন্দ পোটল গ্রামে অষ্টম শ্রেনীর ছাত্রী নুসরাত খাতুন (১৩), রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে দশম শ্রেণীর ছাত্রী লুবনা ইসলাম (১৫), ছোনগাছা ইউনিয়নের পারপাচিল গ্রামে অষ্টম শ্রেনীর ছাত্রী লিজা খাতুন (১৩) শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা গ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্রী মোছাঃ রিমা খাতুন (১৩) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়। আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। বাল্যবিবাহগুলো বন্ধ করে সর্বমোট ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।