ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আয়ারল্যান্ডে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রকাশিত: ০৪:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

আয়ারল্যান্ডে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার আয়ারল্যান্ড আওয়ামী লীগ ও ডাবলিন আওয়ামী লীগের উদ্যোগে এক সভা ডাবলিনের ‘সুইট এ্যান্ড স্পাইস’ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরান তেলাওয়াত ও গীতা পাঠের পর জাতীয় সংগীতের প্রতি সন্মান প্রদর্শন ও ১৯৫২ সালের ভাষা শহীদদের জন্য এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন ডাবলিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সমীর কুমার ধর। অনুষ্ঠানের শুরুতেই টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন কাউন্টি গলওয়ে থেকে আয়ারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও কাউন্টি কর্ক থেকে আয়ারল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রফিক খান। বিশেষ অতিথির বক্তব্যে ডাবলিন আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম অরণ্য আউটলুকসহ কিছু পত্রিকার উদাহরণ দিয়ে বলেন, যেই পাকিস্তানীরা ১৯৫২ সালে ভাষার জন্য বাঙালীদের ওপর গুলি চালিয়েছিল সেই তারাই আজকে চাইনিজ ভাষাকে (মেন্ডারিন ভাষা ) তাদের দ্বিতীয় দাফতরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে যা অত্যন্ত লজ্জাজনক। পাকিস্তানী সিনেট চীনের সঙ্গে সিইপিসি প্রজেক্ট থেকে লাভবান হওয়ার জন্য তারা এটা করেছে। একুশ আমাদের শিখিয়েছে অধিকার আদায় এবং ন্যায্য দাবির প্রতি অবিচল থাকা। সভায় আরও বক্তব্য রাখেন, ডাবলিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক রুমন, আয়ারল্যান্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিব্বী ইসলাম, আয়ারল্যান্ড আওয়ামী লীগের সদস্য শামীমুল ইসলাম, শফিকুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন, ডাবলিন আওয়ামী লীগের সদস্য প্রবীর সরকার, টিপু সুলতান রুয়েল, সুজন কু-ু, তানভীর ইসলাম, খাইরুল ইসলাম পায়েল, আয়ারল্যান্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ আর নয়নসহ অন্যরা। -বিজ্ঞপ্তি
×