ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

জামালপুরে শিশু খুন

প্রকাশিত: ২৩:৩৫, ৫ সেপ্টেম্বর ২০১৭

জামালপুরে শিশু খুন

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিলাক্ষিয়া ইউনিয়নের পশ্চিম ব্যাপারিপাড়া গ্রামে মাদকাসক্ত এক ব্যক্তি তার স্ত্রীর চাচাতো ভাই ১১ বছরের শিশু রানা মিয়াকে লোহার শাবল দিয়ে আঘাত করে খুন করেছে। শিশুটির বাড়ির পাশের রাস্তায় মঙ্গলবার বেলা ১১টার দিকে এই নৃশংস খুনের ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাবু মিয়া ও তার ভাই বজু মিয়াকে গ্রেপ্তার এবং লোহার শাবলটি জব্দ করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম ব্যাপারিপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে বাবু মিয়া একজন মাদকাসক্ত। নেশা করা নিয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে বাবু মিয়ার সাথে তার চাচা শ্বশুর মোজাম্মেল হকের ঝগড়া বাঁধে। ঝগড়ার এক পর্যায়ে বাবু মিয়া ও তার ভাই বজু মিয়া মোজাম্মেল হকের উপর হামলা চালায়। এ সময় মোজাম্মেল হকের ছেলে রানা মিয়া বাবাকে বাঁচাতে গেলে বাবু মিয়া তাকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে। এতে রানা মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মাদকাসক্ত বাবু মিয়া ও তার ভাই বজু মিয়াকে গ্রেপ্তার করে। পুলিশ লোহার শাবলটিও জব্দ করেছে। বকশীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুবেল মিয়া জানান, ঘাতক বাবু মিয়া ও তার বজু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
×