ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

সদরঘাট থেকে আজও কোন লঞ্চ ছাড়েনি

প্রকাশিত: ২১:৫০, ৩০ মে ২০১৭

সদরঘাট থেকে আজও কোন লঞ্চ ছাড়েনি

অনলাইন রিপোর্টার ॥ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ মঙ্গলবারও ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে কোনো লঞ্চ ছাড়েনি। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। মোরা আজ সকালে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল সোমবার বেলা আড়াইটা থেকে সদরঘাট টার্মিনাল হতে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ এই পদক্ষেপ নেয়। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের ৩৭টি রুটের নৌপথের যাত্রীরা বিপাকে পড়েছেন। অনেক যাত্রী সদরঘাট টার্মিনালে রাত্রিযাপন করেছেন। বিআইডব্লিউটিএর সূত্রে জানা যায়,আবহাওয়া ভালো হলে সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ চলাচল শুরু হবে।
×