ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

বন্ধ হওয়া রামসাগর এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৫ বছরেও চালু হয়নি ॥ যাত্রীদের চরম দুর্ভোগ

প্রকাশিত: ০০:৪০, ২৩ জানুয়ারি ২০১৭

বন্ধ হওয়া রামসাগর এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৫ বছরেও চালু হয়নি ॥ যাত্রীদের চরম দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা-দিনাজপুরের মধ্যে সরাসরি চলাচলকারি রেল রুটের বন্ধ হওয়া রামসাগর এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৫ বছরেও চালু হয়নি। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে কয়েকবার ট্রেনটি চালু করার আস্বাস দেয়া হলেও অজ্ঞাত কারণে গুরুত্বপূর্ণ এই যাত্রীবাহি ট্রেনটি এখন পর্যন্ত পুনঃরায় চালু করার প্রয়োজনীয় কোন ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। এতে করে গাইবান্ধার বোনারপাড়া-দিনাজপুর রেল রুটে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, ২০১০ সালের ডিসেম্বর মাসে বোনারপাড়া থেকে গাইবান্ধার উপর দিয়ে দিনাজপুর পর্যন্ত রেল রুটে চলাচল শুরু করে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি। বোনারপাড়া রেলওয়ে জংশন ও গাইবান্ধার রেল যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে কর্তৃপক্ষ রংপুর, দিনাজপুর যাওয়ার জন্য ট্রেনটি চালু করা হয়েছিল। সহজ ও আরামদায়ক ভ্রমনের জন্য এ ট্রেনটিতে যাত্রীদের যথেষ্ট ভীড় ছিল। প্রতিদিন সকাল ৬টায় বোনারপাড়া থেকে ট্রেনটি দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে পৌঁছাইতে বেলা ১১টার সময়। এলাকাবাসীর চিকিৎসা, দিনাজপুর শিক্ষাবোর্ডের কাজ ও রংপুর বিভাগীয় শহরের কাজসহ নানা কাজে যাওয়ার সহজ ও সুবিধাজনক মাধ্যম ছিল রামসাগর এক্সপ্রেস ট্রেনটি। ২০১৩ সালে রেলওয়ে কর্তৃপক্ষ হঠাৎ করে ইঞ্জিন, বগী ও লোকবলের সংকট দেখিয়ে ট্রেনটির চলাচল বন্ধ করে দেয় এবং তখন থেকেই চরম বিপাকে পড়ে উলে¬খিত রেল রুটের যাত্রীরা। এব্যাপারে উত্তরাঞ্চলের রেলওয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় অফিস সুত্রে জানা গেছে, বগী, ইঞ্জিন, লোকবল ও আনুসঙ্গিক সমস্যার কারণে ট্রেনটি এই মুহুর্তে চালু করা সম্ভব হচ্ছে না। তবে আদৌও এ ট্রেনটি চালু হবে কিনা এব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।
×