ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের টাইটেল স্পন্সর ‘মার্সেল’

প্রকাশিত: ০৫:৫৯, ২৫ অক্টোবর ২০১৬

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের টাইটেল স্পন্সর ‘মার্সেল’

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ২৯ অক্টোবর থেকে মাঠে গড়াবে ঘরোয়া ফুটবলের আসর ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ।’ বিকেল সাড়ে ৪টায় উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে টিএ্যান্ডটি ক্লাব ও সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। এই লীগের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপের ব্র্যান্ড ‘মার্সেল’। পাওয়ার্ড বাই প্রিমিয়ার ব্যাংক। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাকক্ষে লীগের লোগো উন্মোচন করা হয় ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। লোগো উন্মোচন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাফুফে প্রফেশনাল ফুটবল লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম, বাফুফে সদস্য ইলিয়াস হোসেন, সদস্য জনাব জাকির হোসেন চৌধুরীসহ অন্য কো-স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ৮টি দল নিয়ে চতুর্থবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ। এবারের এই আসরের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন গ্রুপের ব্র্যান্ড মার্সেল।
×