ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

অগ্নিযুগের বিপ্লবী দেবেন্দ্রনাথ ঘোষের মৃত্যুবার্ষিকী আগামীকাল

প্রকাশিত: ২২:৪১, ১০ জানুয়ারি ২০১৬

অগ্নিযুগের বিপ্লবী দেবেন্দ্রনাথ ঘোষের মৃত্যুবার্ষিকী আগামীকাল

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উপ-মহাদেশের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী পুরুষ দেবেন্দ্র নাথ ঘোষের ১৭তম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার। শৈশব থেকেই তিনি আমৃত্যু পর্যন্ত সংগ্রাম করে গেছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় বরিশাল মহাশ্মশানের তার সমাধি ও প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন এবং বিকেলে শিক্ষক ভবনের মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। বৃটিশ বিরোধী সশস্ত্রবাদী যুদ্ধ, নিপীড়ক পাকিস্তানের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের পর তৎকালীন সাময়িক শাসক ৮৫ বছর বয়সেও মুজিব সৈনিক দেবেন্দ্রনাথ ঘোষকে কারাগারে প্রেরণ করেন। শুধুমাত্র সশস্ত্র সংগ্রামের সংগঠক হিসেবে জীবদ্দশায় তিনি ২৬ বছর কারাভোগ করেছেন। ১৮৯০ সালের ২২ এপ্রিল দেবেন্দ্রনাথ ঘোষ বরিশাল নগরীর কাউনিয়া ক্লাব রোড এলাকার বাসিন্দা নিবারন ঘোষ ও রাজলক্ষ্মী ঘোষ দম্পত্তির ঘরে জন্মগ্রহণ করেন। সেদিন ছিলো দোল পূর্ণিমা। যে কারণে বাবা-মা আদর করে তার নাম রাখেন আবীর। পরবর্তীকালে এই আবীর সবাইকে আবীরে রাঙিয়েছিলেন। ১৯৯৯ সালের ১১ জানুয়ারি মহাপ্রাণ সংগ্রামী পুরুষ বিপ্লবী দেবেন্দ্রনাথ ঘোষের জীবনাবাসন ঘটে।
×