সংবাদদাতা, নাটোর॥ নাটোরের বড়াইগ্রাম উপজেলার তরুন উদ্ভাবক জালাল উদ্দিন দীর্ঘ গবেষণায় সফল হয়েছেন বিদ্যুৎ উৎপাদনে। তিনি তৈরি করেছেন খরচ সাশ্রয়ী এক বিদ্যুৎ উৎপাদন যন্ত্র। অভিনব বিদ্যুৎ উৎপাদন যন্ত্রটিতে ১০ মিনিট জ্বালানী ব্যবহারের পর যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। উদ্ভাবকরা দাবি করেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে মাত্র ২০ পয়সা ইউনিট খরচে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া সম্ভব।
সরজমিনে নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাচবাড়ীয়া গ্রামে গিয়ে দেখা যায় ওই গ্রামের জালাল উদ্দিন একটি ভাড়া বাড়ীতে বিদ্যুৎ উৎপাদন যন্ত্র স্থাপন করেছেন। জালাল উদ্দিন জানান, তার এই যন্ত্রটি তৈরী করতে ৫৫লাখ টাকা ব্যয় হয়েছে। নিজের অত টাকা না থাকায় তিনি স্থানীয় দুএকজন ব্যবসায়ীকে নিয়ে গঠন করেন জুনাইদ পাওয়ার লিমিটেড কোম্পানী । এরপর তারা প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করে বর্তমানে পরীক্ষা মুলকভাবে ২৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করছেন ।