ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

waltonbd
waltonbd
Sopno
Sopno
SomajVabna
IFIC
IFIC
যত  ডিগ্রি তত  ছাড়

যত ডিগ্রি তত ছাড়

কেনাকাটায় সাশ্রয়ী দিক বিবেচনায় ‘রঙ বাংলাদেশ’ নিয়ে এলো স্পেশাল অফার!  যত ডিগ্রি তাপমাত্রা তত% ছাড়! তাপমাত্রা যত ডিগ্রি সেলসিয়াস, ছাড় পাবেন ঠিক তত%, শুধু অনলাইন কেনাকাটায়। সারাদেশের তাপমাত্রা যেহেতু জায়গাভেদে আলাদা হয় ফলে যখন যিনি যে জায়গা থেকে অর্ডার করছেন তখন তার জন্য নির্দিষ্ট পণ্যে তত% ছাড়। যদি কোনো জেলায় ৪৩ ডিগ্রি হয় সে ৪৩% পাবে যদি ২৮ ডিগ্রি হয় সে ২৮ ডিগ্রি পাবে। ঘরে বসেই অর্ডার করুন রঙ বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh   অথবা ওয়েবসাইট- www.rang-bd.com থেকে। অর্ডার করতে আমাদের মেসেজ করুন অথবা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে ০১৭৭৭-৭৪৪৩৪৪, ০১৭৯৯-৯৯৮৮৭৭

প্রয়োজন ও ফ্যাশনে ছাতা

প্রয়োজন ও ফ্যাশনে ছাতা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাধুবী ত্বক নিয়ে বেশ সচেতন। তাই ছাতা তার নিত্যদিনের সঙ্গী। রোদ-বৃষ্টি-ঝড় যাই থাকুক না কেন, মাধুবীর ব্যাগে একটি ছাতা থাকবেই। মাধুবীর মতো অনেক মেয়েই এখন রোদের তীব্রতা থেকে ত্বককে বাঁচাতে ব্যাগে রাখছেন নান্দনিক ছাতা। বৈজ্ঞানিকভাবে বলতে গেলে ছাতা শুধু রোদের তাপ থেকেই রক্ষা করে না, ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকেও শরীরকে বাঁচায়। তাই এখন বাইরে গেলে সবার আগে প্রয়োজন ছাতার। ছাতা চিহ্নটি সুরক্ষার প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে। ছাতা এখন ফ্যাশনের অন্যতম অংশ। যা আপনার স্মার্ট লুকটাকে বাড়িয়ে দিতে পারে। ফ্যাশনের কথা মাথায় রেখে আপনি বেছে নিতে পারেন বাহারি ডিজাইন ও রঙের ছাতা। ঘর থেকে বের হলেই সূর্যের প্রখর মেজাজ চোখ রাঙাচ্ছে। এর মাধ্যমে  যেমন ত্বকের ক্ষতি হচ্ছে তেমনি  ঘর্মাক্ত শরীরে বাসা বাঁধছে নানা রোগ। এ ছাড়া নষ্ট হয় চুলের উজ্জ্বলতাও। ত্বক-চুল ভালো রাখতে হলে রোদ থেকে বাঁচতে হবে। যে কোনো রঙের ছাতা নিলেই যে গ্রীষ্মের দিনে রোদের তাপ আটকানো যাবে এমনটা কিন্তু নয়। ছাতার রঙের ওপর অনেকটাই নির্ভর করছে রোদ থেকে কতটা আড়ালে থাকবে ত্বক।