https://satpolpp.tebingtinggikota.go.id/luar/https://tbi.unida.gontor.ac.id/pulsa/https://bpkpd.tebingtinggikota.go.id/sdana/https://dinkes.tebingtinggikota.go.id/spulsa/https://karyailmiah.upi-yai.ac.id/mail/https://karyailmiah.upi-yai.ac.id/spulsa/https://simpeg.papuabaratprov.go.id/spulsa/https://simpeg.papuabaratprov.go.id/negeri/https://simpeg.papuabaratprov.go.id/sdana/https://ya-bo.fun/https://disperkim.semarangkota.go.id/sgacor/https://sso.umk.ac.id/gacor/https://siakad.unmuhkupang.ac.id/upload/thailand/https://ukk.unipma.ac.id/registrasi-ujian/negeri/https://ukk.unipma.ac.id/registrasi-ujian/gacor/https://ukk.unipma.ac.id/registrasi-ujian/pulsa/https://pkimia.uinsgd.ac.id/gacor/https://pbiologi.uinsgd.ac.id/mp/https://dilmil-yogyakarta.go.id/wp-content/thai/https://press.unmuhjember.ac.id/wp-content/sgcr/https://ppidsulteng.kemenag.go.id/resmi/https://ppidsulteng.kemenag.go.id/gacor/https://thecasinodaily.com/https://pakoleh.com/https://sso.umk.ac.id/public/pulsa/https://sso.umk.ac.id/public/luar/https://bpti.uhamka.ac.id/sluar/https://dema.iainptk.ac.id/wp-content/apj/https://dema.iainptk.ac.id/wp-content/apr/https://m2reg.ulm.ac.id/pulsa/https://m2reg.ulm.ac.id/luar/https://m2reg.ulm.ac.id/toto/https://m2reg.ulm.ac.id/gacor/https://febi.uinsgd.ac.id/official/gacor/https://sso.umk.ac.id/public/mail/https://inspektorat.banjarkab.go.id/macau/https://inspektorat.banjarkab.go.id/category/pulsa/https://inspektorat.banjarkab.go.id/macau/https://dpmptsp.pulangpisaukab.go.id/berita/gm/https://dema.iainptk.ac.id/wp-content/toto-slot/https://dema.iainptk.ac.id/wp-content/config/https://dema.iainptk.ac.id/wp-content/jpg/https://dema.iainptk.ac.id/wp-content/tmb/https://dema.iainptk.ac.id/wp-content/kmb/https://dema.iainptk.ac.id/wp-content/amp/https://dema.iainptk.ac.id/wp-content/restore/https://dema.iainptk.ac.id/wp-content/vendor/https://dema.iainptk.ac.id/wp-content/file/https://dema.iainptk.ac.id/wp-content/vps-root/https://dema.iainptk.ac.id/wp-content/files/https://dema.iainptk.ac.id/wp-content/json/https://dema.iainptk.ac.id/scholar/https://dema.iainptk.ac.id/wp-content/data/https://dema.iainptk.ac.id/assets/https://dema.iainptk.ac.id/root/https://dema.iainptk.ac.id/wp-content/assets/https://dema.iainptk.ac.id/wp-content/nc_plugin/https://152.42.212.40/https://websitenuri77.blog.fc2.com/
দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha

ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

পাল্টে গেছে গ্রামীণ হাট

কৃষকের উঠান বা খেত থেকে সরাসরি পণ্য কিনছে ব্যবসায়ীরা
পাল্টে গেছে গ্রামীণ হাট

যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নে গ্রামীণ জনপদে বাজার ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন। এখন আর কৃষকের উৎপাদিত কৃষিপণ্য কষ্ট করে মাথায় কিংবা ভ্যানে করে বাজারে নিয়ে যেতে হয় না। কৃষকের দোরগোড়ায় চলে যাচ্ছে পাইকার কিংবা ফড়িয়ারা। তারা বাড়ি-বাড়ি কিংবা কৃষকের মাঠ থেকেই ধান পাট আলু সবজি প্রভৃতি কৃষিপণ্য কিনে আনছে। ফলে বাজার এখন আর হাট ও আড়তের মধ্যে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে গৃহস্থের উঠান থেকে গ্রামীণ সড়ক পর্যন্ত।  উত্তরের জেলাগুলোতে চলছে বোরো ধান কাটা মাড়াইয়ের ভর মৌসুম। কিছু এলাকাতে আবার ধান কাটা-বিক্রি শেষের দিকে। কৃষকের বাড়ি থেকে হাট বাজার মাঠ থেকে সদ্য আনা ধানের মনকাড়া গন্ধে চারদিক মাতোয়ারা।  কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে, এই ধান বিক্রি করতে কৃষককে এখন আর হাটের জন্য অপেক্ষা করতে হচ্ছে না। এখন প্রতিদিনই তাদের হাট। কেউ তাদের কাছে গিয়ে ধান কিনছেন, আবার আড়তে গিয়ে অনেক কৃষক ধান বিক্রি করে আসছেন। হাটের দিন না আসা পর্যন্ত ধান বিক্রি হবে না, আগের মতো এমন দুশ্চিন্তা আর কৃষকদের নেই। এতে সনাতনি ধারার সঙ্গে যোগ হয়েছে নতুনত্ব।  সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে পাইকারদের ট্রাক, ব্যাটারি চালিত ভ্যান ও শ্যালো ইঞ্জিন চালিত ভ্যান সরাসরি পৌঁছে যাচ্ছে কৃষকদের দোরগোড়ায়। এতে কৃষকের উঠান থেকে পাইকার বা ফড়িয়াদের কাছে ধান বেচা-বিক্রি বেড়েছে কয়েকগুণ। এমনকি মাঠ থেকে ধান কাটার পর সড়কে এনে সেখান থেকে ধান মাড়াইয়ের সঙ্গে সঙ্গে কৃষকদের ধান বিক্রি হয়ে ট্রাকে উঠছে।

waltonbd
waltonbd
Sopno
Sopno
উপজেলা নির্বাচনে জনগণের সায় নেই ॥ ফখরুল

উপজেলা নির্বাচনে জনগণের সায় নেই ॥ ফখরুল

উপজেলা নির্বাচনে জনগণের সায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্মরণসভার আয়োজন করে জাগপা। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদের দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিচার বিভাগসহ সব প্রতিষ্ঠান ব্যবহার করছে। এমনকি সাংবাদিকদের লেখার ও মতপ্রকাশের স্বাধীনতা নেই। এ সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে।  দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, আমরা কখনো যেন হাল না ছাড়ি, বুকে বল নিয়ে চলি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সবাইকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকারকে পরাজিত করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। ফখরুল বলেন, অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয় যে, আমরা নাকি সরকার উৎখাত করতে চাই। আমরা উৎখাতের কথা বলিনি, উৎখাত করতে যাব কেন? আমরা ভোটের অধিকার চাই, সেই ভোটের মধ্য দিয়ে আমরা তোমাদের পরাজিত করব। সেই ভোটের অধিকার অর্জন করার জন্য আমাদের সবাইকে আরও ত্যাগ স্বীকার করতে হবে।

বিএনপি নয়, অপরাধী হিসেবে জেলে পাঠানো হচ্ছে

বিএনপি নয়, অপরাধী হিসেবে জেলে পাঠানো হচ্ছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কোনো নেতাকর্মীকে বিএনপি হিসেবে নয়, অপরাধী হিসেবে জেলে পাঠানো হয়েছে। অপরাধীদের কোনো দল নেই। তারা দুর্বৃত্ত, তারা সন্ত্রাসী। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা- আমাদের পবিত্র ধর্ম ইসলামের জন্য এবং এর বিকাশে যে অবদান রেখেছেন, যেসব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বাংলাদেশে অন্য কোনো শাসক সে তুলনায় কিছুই করেননি। সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতাদের অভিযোগের জবাব দিতে তিনি এসব কথা বলেন। আওয়ামী ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

SomajVabna
NPI school
NPI school
আটলান্টিকের নিচে ৯৩ দিন!

আটলান্টিকের নিচে ৯৩ দিন!

নৌবাহিনী থেকে অবসর নিয়েছেন জোসেফ দিতুরি। তবে পানির নিচে জীববৈচিত্র্য পর্যবেক্ষণের ও অধ্যয়নের প্রয়োজনে তিন মাসের বেশি পানির নিচে থাকতে বলা হয়েছিল। করলেনও তাই! দীর্ঘ ৯৩ দিন আটলান্টিক মহাসাগরের নিচে সাবমার্সিবল বা ডুবো জাহাজের মধ্যে অবস্থান করেছেন তিনি। গড়েছেন সবচেয়ে বেশি সময় মহাসাগরের নিচে থাকার নতুন বিশ্ব রেকর্ড। এরপর ডাঙ্গায় উঠে এসে দেখলেন জৈবিক বয়স কমে গেছে। তাও এক-দুই বছর নয়! অন্তত ১০ বছর বয়স কমে গিয়েছে তার। খবর দ্যা মিররের।  প্রতিবেদনে বলা হয়, ডাঙ্গায় আসলে একদল বিজ্ঞানী ও চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন। পর্যবেক্ষণের সময় হতবাক হয়ে যান তারা। কারণ মানুষের শরীরে প্রতিরক্ষামূলক ডিএনএ ক্যাপ হিসেবে পরিচিত যে টেলোমেরেস থাকে, সেটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সংকুচিত হতে থাকে। কিন্তু দিতুরির ক্ষেত্রে হয়েছে উল্টো। পানির নিচে যাওয়ার আগে দিতুরির টেলোমেরেস যে অবস্থায় ছিল, অভিযান শেষ করার পর সেটি এখন ২০ শতাংশ দীর্ঘ হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। টেলোমেরেসের অবস্থা পর্যবেক্ষণ করে দেখা যায়, দিতুরির বয়স উল্টো ১০ বছরের সমান এগিয়ে এসেছে। টেলোমেরেস দীর্ঘ হওয়া ছাড়াও দিতুরির স্টেম সেলের সংখ্যাও বেড়ে গিয়েছিল। আগের তুলনায় ভালো ঘুমও হচ্ছিল তার। আর কোলেস্টেরলের মাত্রা ৭২ পয়েন্ট কমে তার শরীরে প্রদাহ সৃষ্টিকারী পদার্থের পরিমাণও অর্ধেক হয়ে গিয়েছিল।

রাইসির প্রতি লাখ লাখ মানুষের শ্রদ্ধা

রাইসির প্রতি লাখ লাখ মানুষের শ্রদ্ধা

প্রিয় নেতাদের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইরান। শুধু ইরান নয়, পাশের দেশ ইরাক ও সিরিয়াবাসীও মঙ্গলবার রাস্তায় নেমে ইব্রাহিম রাইসিসহ অন্যদের জন্য চোখের পানি ফেলেন। অনেকে বুক চাপড়ে কাঁদেন। অনেকে আবার প্রার্থনা করেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টায় তাবরিজ শহরে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ অন্যদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে লাখ লাখ মানুষ অংশ নেন। আগতদের সবার হাতে ছিল ফুল অথবা প্রিয় নেতা রাইসির ছবি। এরপর তাদের মরদেহ ইরানের ঐতিহাসিক কোম শহরে নেওয়া হয়। আজ বুধবার তাদের মরদেহ রাজধানী তেহরানে আনা হবে। তেহরানেও তাদের জানাজা অনুষ্ঠিত হবে। তেহরানের জানাজায় অংশ নেবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আজকের জানাজা পড়াতে পারেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর রাইসির মৃতদেহ তার জন্মশহর মাশাদে নেওয়া হবে।  বৃহস্পতিবার এই শহরেই চিরনিন্দ্রায় শায়িত হবেন ইরানের প্রয়াত প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। প্রিয় প্রেসিডেন্টের প্রতি সম্মান জানাতে আজ ইরানে সরকারি ছুটি। রবিবার  হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ দেশটির আরো সাত সিনিয়র নেতা নিহত হন। এদিন ইরান-আজারবাইজান সীমান্তের আরাস নদীর ওপর নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান রাইসি।

সরকার বছরে রাজস্ব হারাচ্ছে ৪৮৭ কোটি টাকা

সরকার বছরে রাজস্ব হারাচ্ছে ৪৮৭ কোটি টাকা

দেশে ক্রমেই নকল বিড়ির আগ্রাসন বাড়ছে। এসব সকল বিড়িতে সরকার নির্ধারিত ব্যান্ডরোল থাকে না। কিংবা থাকলেও তা নকল বা পুনঃব্যবহৃত ব্যান্ডরোল থাকে। এতে নকল বিড়ি উৎপাদকরা সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।  জানা যায়, বর্তমানে ২৫ শলাকার ১ প্যাকেট বিড়ির দাম সরকার নির্ধারণ করেছেন ১৮ টাকা, যার মাঝে সরকার নির্ধারিত শুল্ক ৯.০৯ টাকা। তাই ৯ টাকার কম দামে বিক্রি হওয়া বিড়িকে নকল বিড়ি হিসেবে গণ্য করা যায়। কম দামে ভোক্তার কাছে বিড়ি বিক্রির প্রত্যাশা থেকেই নকল বিড়ির উৎপাদিত হচ্ছে।  নকল বিড়ির ওপর পরিচালিত এক গবেষণায় দেখা যায়, সর্বনি¤œ ৫ টাকাতেও বিড়ির প্যাকেট বিক্রি হচ্ছে। ৯ টাকা ও তার কমে বিক্রিত বিড়ির ব্র্যান্ডের সংখ্যা ৭৫১টি। বাংলাদেশে সর্বমোট মাসে ৪ কোটি ৪৭ লাখ ১৬ হাজার ৮৮৫ প্যাকেট নকল বিড়ি বিক্রি হয়। প্রতি প্যাকেটে ৯.০৯ টাকা হিসেবে কর ফাঁকির কারণে প্রতি মাসে  ৪০ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৪৮০ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার, যা বছরে দাঁড়াচ্ছে ৪৮৭ কোটি ৭৭ লাখ ১৭ হাজার ৭৬৬ টাকা।