ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সমমনা রাজনৈতিক দল ন্যাপ, আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এই তিন দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। জনগণ রক্ত দিয়ে এ সরকারকে ক্ষমতায় এনেছে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কোনো মহামানবকে প্রতিষ্ঠার জন্য নয়।
আমীর খসরু বলেন, দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ প্রায় ৫০ টি রাজনৈতিক দলের বক্তব্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন। কিন্তু প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আল-জাজিরার টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন জনগণ ভোট চাইছেন না, তার অন্তর্বর্তী সরকার পছন্দ করেছেন। এর জবাবে আমীর খসরু বলেন, জনগণ ভোট চাইছেন না তা কিভাবে বুঝলেন? আপনাদের বলতে চাই, কোনো মহামানব এসেও ভোট ছাড়া গণতন্ত্র দিতে পারবেন না।
আমীর খসরু বলেন, আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি বা বক্তব্য দিয়েছেন তার ব্যত্যয় হবে না। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই।
আমীর খসরু বলেন, ১৬ বছরের যুদ্ধ ছিল গণতন্ত্র ফিরিয়ে আনার, যেখানে নির্বাচনে ভোটাধিকার ফিরিয়ে এনে সরকার প্রতিষ্ঠা করবে, যারা জনগণের কাছে জবাবদিহি করবে। কোনো মহামানবকে দায়িত্ব দেওয়ার জন্য দেশের মানুষ আন্দোলন করেনি। আর কোনো মহামানব দেশের গণতন্ত্র সমাধান করবে তার জন্য দেশের মানুষ অপেক্ষা করবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই।
আমীর খসরু বলেন, আমরা আশা করছি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হবে, সেই সংস্কারগুলো লিপিবদ্ধ করে নির্বাচন কমিশনকে দেবে। যারা সেই রোডম্যাপ নিয়ে এগিয়ে যাবে নির্বাচনের দিকে। আল জাজিরায় দেওয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রসঙ্গে আমীর খসরু বলেন, কোন জনগণ বলেছে তারা ভোট চায় না, তারা কারা? জনগণের বিরুদ্ধে গিয়ে, ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে যারা গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়েছে। যারা বিশেষ সুযোগ-সুবিধাভোগী তাদের সঙ্গে নির্বাচনকে মুখোমুখি করছে? জনগণ বলতে যদি কোনো বিশেষ গোষ্ঠী বা সুবিধাভোগকে বোঝানো হয়, যারা গণতন্ত্রের বিপক্ষে গিয়ে বিরুদ্ধাচরণ করে সেটি সুখকর নয়।
ন্যাপের সঙ্গে বিএনপির প্রথম বৈঠক শুরু হয় বিকেল ৩টা ২৫ মিনিটে। ন্যাপ ভাসানীর সভাপতি আজহারুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। এরপর বিকেল ৪টা ২০ মিনিটে শুরু হয় আমজনতার দলের সঙ্গে বিএনপির বৈঠক। দলের সভাপতি মশিউজ্জামানের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশগ্রহণ করে। সর্বশেষ বিকেল ৫টা ১০ মিনিটে শুরু হয় বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা আকতারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল এ বৈঠকে অংশগ্রহণ করে।
বিএনপির পক্ষে তিনটি বৈঠকেই নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটি ও লিয়াজোঁ কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।