ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই

আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সমমনা রাজনৈতিক দল ন্যাপ, আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এই তিন দলের সঙ্গে  বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। জনগণ রক্ত দিয়ে এ সরকারকে ক্ষমতায় এনেছে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কোনো মহামানবকে প্রতিষ্ঠার জন্য নয়।  আমীর খসরু বলেন, দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ প্রায় ৫০ টি রাজনৈতিক দলের বক্তব্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন। কিন্তু প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আল-জাজিরার টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন জনগণ ভোট চাইছেন না, তার অন্তর্বর্তী সরকার পছন্দ করেছেন। এর জবাবে আমীর খসরু বলেন, জনগণ ভোট চাইছেন না তা কিভাবে বুঝলেন? আপনাদের বলতে চাই, কোনো মহামানব এসেও ভোট ছাড়া গণতন্ত্র দিতে পারবেন না।  আমীর খসরু বলেন, আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি বা বক্তব্য দিয়েছেন তার ব্যত্যয় হবে না। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই।  আমীর খসরু বলেন, ১৬ বছরের যুদ্ধ ছিল গণতন্ত্র ফিরিয়ে আনার, যেখানে নির্বাচনে ভোটাধিকার ফিরিয়ে এনে সরকার প্রতিষ্ঠা করবে, যারা জনগণের কাছে জবাবদিহি করবে। কোনো মহামানবকে দায়িত্ব দেওয়ার জন্য দেশের মানুষ আন্দোলন করেনি। আর কোনো মহামানব দেশের গণতন্ত্র সমাধান করবে তার জন্য দেশের মানুষ অপেক্ষা করবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আমীর খসরু বলেন, আমরা আশা করছি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হবে, সেই সংস্কারগুলো লিপিবদ্ধ করে নির্বাচন কমিশনকে দেবে। যারা সেই রোডম্যাপ নিয়ে এগিয়ে যাবে নির্বাচনের দিকে। আল জাজিরায় দেওয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রসঙ্গে আমীর খসরু বলেন, কোন জনগণ বলেছে তারা ভোট চায় না, তারা কারা? জনগণের বিরুদ্ধে গিয়ে, ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে যারা গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়েছে। যারা বিশেষ সুযোগ-সুবিধাভোগী তাদের সঙ্গে নির্বাচনকে মুখোমুখি করছে? জনগণ বলতে যদি কোনো বিশেষ গোষ্ঠী বা সুবিধাভোগকে  বোঝানো হয়, যারা গণতন্ত্রের বিপক্ষে গিয়ে বিরুদ্ধাচরণ করে সেটি সুখকর নয়। ন্যাপের সঙ্গে বিএনপির প্রথম বৈঠক শুরু হয় বিকেল ৩টা ২৫ মিনিটে। ন্যাপ ভাসানীর সভাপতি আজহারুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। এরপর বিকেল ৪টা ২০ মিনিটে শুরু হয় আমজনতার দলের সঙ্গে বিএনপির বৈঠক। দলের সভাপতি মশিউজ্জামানের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল  বৈঠকে অংশগ্রহণ করে। সর্বশেষ বিকেল ৫টা ১০ মিনিটে শুরু হয় বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা আকতারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল এ  বৈঠকে অংশগ্রহণ করে। বিএনপির পক্ষে তিনটি বৈঠকেই নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটি ও লিয়াজোঁ কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  বৈঠকে তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

কুয়েট শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে খোলা চিঠি দিল শিক্ষার্থীরা

কুয়েট শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে খোলা চিঠি দিল শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সম্প্রতি ঘটে যাওয়া অনভিপ্রেত এবং অনাকাক্সিক্ষত ঘটনায় শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের অনেকটা অবনতি ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ- উপাচার্যসহ বেশ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনার পর থেকে বেশ কয়েকবার শিক্ষক এবং শিক্ষার্থীরা অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়ে তর্ক-বিতর্কে জড়িয়েছেন। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আক্ষেপ করে একটি স্ট্যাটাসে লিখেছেন, ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা এবং সংঘর্ষের সময় থেকে শুরু করে অদ্যাবধি কতিপয় শিক্ষার্থীদের দ্বারা শিক্ষকবৃন্দ শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন, যা ছাত্র-শিক্ষক সম্পর্ককে একদম তলানিতে নিয়ে গিয়েছে। এ সকল ঘটনার পরিপ্রেক্ষিতে কুয়েটের সকল সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হতে রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কুয়েট ১৯ পেজে শিক্ষকদের নিকট ক্ষমা প্রার্থনা করে খোলা চিঠি প্রেরণ করা হয়েছে। চিঠিতে বিশ্ববিদ্যালয়ের ১৬টি ডিপার্টমেন্টের সকল ছাত্র প্রতিনিধির স্বাক্ষর সংযুক্ত করা হয়েছে। চিঠিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লিখেছেন, ‘আমরা আপনাদের সন্তানতুল্য আমাদের কোনো আচরণে যদি বিন্দুমাত্র অসম্মান প্রকাশ পেয়ে থাকে, আমরা দুঃখিত ও আন্তরিকভাবে অনুতপ্ত। আমাদের ভুলের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমাদের পিতৃতুল্য অনেক ক্ষেত্রে তার চেয়েও শ্রদ্ধার। আপনাদের প্রতিটি কথা আমাদের জীবনের পথনির্দেশ।

মনোরম লোকেশন ॥ ৮৭ নদীর পানি, জীবন ও জীবিকার উপকরণ

মনোরম লোকেশন ॥ ৮৭ নদীর পানি, জীবন ও জীবিকার উপকরণ

পটুয়াখালীর কলাপাড়া এখন ইতিহাসের অংশ হয়ে আছে। দেশে প্রথমবারের মতো ‘পানি জাদুঘর’ স্থাপিত হয়েছে এখানে। উপজেলার সবজি ভা-ারখ্যাত নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারায় কুয়াকাটাগামী মহাসড়কের পাশে এ জাদুঘরের অবস্থান। ব্যতিক্রমধর্মী এ জাদুঘরটি ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীর আনাগোনা থাকছে। নদী ও পানি সম্পর্কিত নতুন কিছু জানার সুযোগ রয়েছে এখানে। তবে এই ঘরটির আধুনিকায়নসহ আরও ভালো পৃষ্ঠপোষকতার দরকার বলে মনে করছেন দর্শনার্থীরা। নদী ও পানি সম্পদ রক্ষায় সরকার ও নীতি নির্ধারকদের আরও উদ্যোগী করা, মানুষকে সচেতন করা এবং নদী ও পানি সম্পদ রক্ষার আন্দোলনকে শক্তিশালী করতে ‘পানি জাদুঘরের’ প্রতিষ্ঠা করা হয়। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের প্রধান ধারক নদী ও পানি সম্পদ। দেশটিতে রয়েছে নদী ও পানির সঙ্গে মানুষের জীবন-জীবিকার অবিচ্ছেদ্য সম্পর্কের ধারাবাহিকতা। কিন্তু জলবায়ুর দ্রুত পরিবর্তনজনিত কারণে নদী ভরাটও হয়ে গেছে। নদী হারিয়ে গেছে মানুষের দখল দৌরাত্ম্যে। মিষ্টি পানির প্রধান উৎস নদী তার উৎসস্থল হারিয়ে ফেলছে। এর প্রভাবে জীবন-জীবিকা হারাচ্ছে মানুষ।

স্বল্পোন্নত দেশ থেকে বের হলেই বাংলাদেশে বিনিয়োগ বাড়বে

স্বল্পোন্নত দেশ থেকে বের হলেই বাংলাদেশে বিনিয়োগ বাড়বে

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলেই বাংলাদেশে বিনিয়োগ পরিধি বাড়বে বলে মনে করেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ি ইউন জং। সে সময়ে বিনিয়োগের এই চাপ সামাল দিতে যথাযথ প্রকিউরমেন্ট আইন ও কর্মীদের দক্ষতা প্রয়োজন হবে তিনি মনে করেন। সোমবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এডিবি আয়োজিত বিজনেস অপরচুনিটিজ সেমিনার-২০২৫ এ অংশ নিয়ে তিনি এমনটা জানান। হোয়ি ইউন জং বলেন, বাংলাদেশ যখন তার অর্থনীতি বহুমুখীকরণ করছে, সংস্কার বাস্তবায়ন করছে এবং ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন দ্রুত প্রকল্প বাস্তবায়নে অধিক দক্ষতা ও কার্যকারিতার ওপর গুরুত্ব দিচ্ছে এডিবি।  তিনি বলেন, সময়োপযোগী প্রকিউরমেন্ট নিশ্চিত করা খুব জরুরি। এতে যে কোনো  প্রকল্পে অর্থের ব্যবহার ও বাস্তবায়নের গতি বাড়বে। একই সঙ্গে এডিবির বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানেরও দক্ষতা বাড়াতে হবে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলেই বাংলাদেশে বিনিয়োগের পরিধি বাড়বে। সেই চাপ সামাল দিতে যথাযথ প্রকিউরমেন্ট আইন ও কর্মীদের দক্ষতা দরকার হবে বলেও মনে করেন, এডিবির আবাসিক প্রতিনিধি।

ডলারের দাম  কিছুটা কমেছে

ডলারের দাম  কিছুটা কমেছে

বেড়েছে প্রবাসী আয়। গত কয়েক মাস ধরে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স আসছে দেশে। এর সঙ্গে রপ্তানিতে বড় প্রবৃদ্ধি দেখা দিয়েছে। এসব কারণে ব্যাংকগুলোর ওপর বকেয়া আমদানি বিল পরিশোধের চাপ ও ডলারের চাহিদা কমেছে। এতে টাকার বিপরীতে ডলারের দাম কিছুটা কমেছে। রেমিটেন্সের ডলার কিনতে ব্যাংকগুলো ১২২ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা ৬০ পয়সা রেট দিচ্ছে। এটা চলতি মাস এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেও রেমিটেন্সের ডলার সংগ্রহে ১২৩ টাকা থেকে ১২৩ টাকা ২০ পয়সা পর্যন্ত টাকা পর্যন্ত রেট দিতে হতো। সে হিসাবে দুই সপ্তাহের ব্যবধানে ডলারের দাম কমেছে ৫০ পয়সা থেকে ৭০ পয়সা পর্যন্ত। খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকগুলোর ওভারডিউ পেমেন্টের পরিমাণ কমে এসেছে। এ কারণে এক্সচেঞ্জ রেটের ওপর আগে যে চাপটা ছিল, সেটাও কমে এসেছে। এতে বৈদেশিক মুদ্রাবাজার আগের তুলনায় এখন বেশি সহজ হয়েছে।

৯ মাসে ওয়ালটনের মুনাফা হয়েছে ৬৯৬.৪৪ কোটি টাকা

৯ মাসে ওয়ালটনের মুনাফা হয়েছে ৬৯৬.৪৪ কোটি টাকা

২০২৪-২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক শেষে (জুলাই’২০২৪-মার্চ’২০২৫) ৬৯৬.৪৪ কোটি টাকা মুনাফা অর্জিত হয়েছে পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির।  চলতি হিসাব বছরের ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। রোববার (২৭ এপ্রিল, ২০২৫) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৪৪তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।  প্রতিবেদনের তথ্যমতে, করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বাণিজ্য অস্থিরতা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, উচ্চ মুদ্রাস্ফীতি ইত্যাদি কারণে অস্থিতিশীল হয়ে পড়ে বৈশ্বিক অর্থনীতি। অধিকন্তু, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের ব্যাপক মূল্য বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশী মুদ্রার অবমূল্যায়নের ফলে কাঁচামালের ব্যয় বেড়েছে অস্বাভাবিক হারে। সেইসঙ্গে কোম্পানির পরিচালন ব্যয়ে প্রভাব ফেলেছে উচ্চ মুদ্রাস্ফীতি।

রাজশাহীকে কর্মসংস্থানের প্রাণকেন্দ্র করবে প্রাণ-আরএফএল

রাজশাহীকে কর্মসংস্থানের প্রাণকেন্দ্র করবে প্রাণ-আরএফএল

দীর্ঘ ২২ বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল ‘বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড’ হিসেবে পুনরায় যাত্রা শুরু করতে যাচ্ছে। বাংলাদেশ টেক্সটাইল মিল করপোরেশনের (বিটিএমসি) সঙ্গে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের (পিপিপি) আওতায় মিলটি চালু করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। ইতোমধ্যে এটির পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে, যা শিগগির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সোমবার রাজশাহীর একটি হোটেলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল। তিনি জানান, প্রায় ২৬ একর আয়তনের এ কারখানাকে উত্তরবঙ্গের সর্ববৃহৎ পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে চায় প্রাণ-আরএফএল। শতভাগ রপ্তানিমুখী এ কারখানায় তৈরি হবে বিভিন্ন ব্যাগ, জুতা ও তৈরি পোশাক। এছাড়া এখানে আধুনিক কল সেন্টার প্রতিষ্ঠা করা হবে।