সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যায়, ভারতে এক ব্যক্তি নিজের অটো গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ঘটনাটি ঘিরে উত্তেজনা ও তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
ভিডিওটিতে স্পষ্ট শোনা যায় একদল ব্যক্তি ওই গাড়িচালকের কাছে জিজ্ঞেস করছেন, “তুমি ভারতবর্ষে থাকো, ভারতীয় আইডি ব্যবহার করো, তাহলে কেন গাড়িতে বাংলাদেশের পতাকা লাগিয়ে ঘুরছো?” উত্তরে সংশ্লিষ্ট ব্যক্তি কিছুই স্পষ্টভাবে জানাতে পারেননি।
উত্তেজিত জনতা বারবার জানতে চায়, গাড়ির মালিক কে, কেন এই পতাকা লাগানো হয়েছে, এবং তার আইডি কার্ড কোথায়। প্রশ্ন ওঠে— এই ব্যক্তি কি আদৌ বাংলাদেশি? নাকি শুধুমাত্র বাংলাদেশের নাম ব্যবহার করে কোনও উদ্দেশ্যে এভাবে কাজ করছেন?
এ সময় কেউ কেউ বলেন, “তুমি যদি বাংলাদেশি হও, তাহলে তোমার আইডি কার্ড দেখাও, ভোটার আইডি, লাইসেন্স, কিছু তো থাকবেই। তা না হলে তুমি এভাবে পতাকা ব্যবহার করতে পারো না।”
আবার কেউ কেউ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, “তুমি দেশদ্রোহী কাজ করছো, এভাবে পতাকা লাগানো অবমাননাকর। গাড়িতে নতুন নাম্বার প্লেট, কোনো কাগজপত্রও নেই। বিষয়টি সন্দেহজনক।”
গাড়ির মালিক বা চালক কিছুই দেখাতে পারেননি—না কোনো বৈধ পরিচয়পত্র, না লাইসেন্স। ফলে এক পর্যায়ে উপস্থিত জনতা পুলিশের সহায়তা চাইতে বাধ্য হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিষয়টি তদন্ত শুরু করে।
এই ঘটনার পর অনেকেই সামাজিক মাধ্যমে লিখেছেন, “দেশের পতাকা কারও ব্যক্তিগত প্রচারের হাতিয়ার নয়। যদি বাংলাদেশকে ভালোবাসো, তবে আগে দেখাও তোমার পরিচয়, দায়িত্ব আর সম্মান। শুধু মুখে দেশপ্রেম দেখিয়ে চলবে না।”
ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=DoYKv2UFReA