ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

জাতীয়
ভারত থেকেও বিতাড়িত কুমিল্লার ত্রাস সূচনা, তাহলে কোথায় তিনি?

ভারত থেকেও বিতাড়িত কুমিল্লার ত্রাস সূচনা, তাহলে কোথায় তিনি?

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুমিল্লা জুড়ে ছাত্র ও সাধারণ মানুষের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলি চালানোর ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাদের অন্যতম ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এতদিন ধারণা করা হচ্ছিল, সূচনা ও তার বাবা কুমিল্লার সাবেক প্রভাবশালী সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ভারতে পালিয়ে রয়েছেন। তবে সম্প্রতি দেশের একটি গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে তাহসিন বাহার সূচনা অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে।

adbilive
adbilive
ভারতবর্ষে থেকে-খেয়ে টাকা উপার্জন করে, আর কথা বলে বাংলাদেশের! ভাইরাল ভিডিওর নেপথ্যে যা জানা গেল...

ভারতবর্ষে থেকে-খেয়ে টাকা উপার্জন করে, আর কথা বলে বাংলাদেশের! ভাইরাল ভিডিওর নেপথ্যে যা জানা গেল...

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যায়, ভারতে এক ব্যক্তি নিজের অটো গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ঘটনাটি ঘিরে উত্তেজনা ও তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। ভিডিওটিতে স্পষ্ট শোনা যায় একদল ব্যক্তি ওই গাড়িচালকের কাছে জিজ্ঞেস করছেন, “তুমি ভারতবর্ষে থাকো, ভারতীয় আইডি ব্যবহার করো, তাহলে কেন গাড়িতে বাংলাদেশের পতাকা লাগিয়ে ঘুরছো?” উত্তরে সংশ্লিষ্ট ব্যক্তি কিছুই স্পষ্টভাবে জানাতে পারেননি। উত্তেজিত জনতা বারবার জানতে চায়, গাড়ির মালিক কে, কেন এই পতাকা লাগানো হয়েছে, এবং তার আইডি কার্ড কোথায়। প্রশ্ন ওঠে— এই ব্যক্তি কি আদৌ বাংলাদেশি? নাকি শুধুমাত্র বাংলাদেশের নাম ব্যবহার করে কোনও উদ্দেশ্যে এভাবে কাজ করছেন? এ সময় কেউ কেউ বলেন, “তুমি যদি বাংলাদেশি হও, তাহলে তোমার আইডি কার্ড দেখাও, ভোটার আইডি, লাইসেন্স, কিছু তো থাকবেই। তা না হলে তুমি এভাবে পতাকা ব্যবহার করতে পারো না।” আবার কেউ কেউ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, “তুমি দেশদ্রোহী কাজ করছো, এভাবে পতাকা লাগানো অবমাননাকর। গাড়িতে নতুন নাম্বার প্লেট, কোনো কাগজপত্রও নেই। বিষয়টি সন্দেহজনক।” গাড়ির মালিক বা চালক কিছুই দেখাতে পারেননি—না কোনো বৈধ পরিচয়পত্র, না লাইসেন্স। ফলে এক পর্যায়ে উপস্থিত জনতা পুলিশের সহায়তা চাইতে বাধ্য হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিষয়টি তদন্ত শুরু করে। এই ঘটনার পর অনেকেই সামাজিক মাধ্যমে লিখেছেন, “দেশের পতাকা কারও ব্যক্তিগত প্রচারের হাতিয়ার নয়। যদি বাংলাদেশকে ভালোবাসো, তবে আগে দেখাও তোমার পরিচয়, দায়িত্ব আর সম্মান। শুধু মুখে দেশপ্রেম দেখিয়ে চলবে না।” ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=DoYKv2UFReA

ভুয়া মুক্তিযোদ্ধা সনদের গেজেট বাতিল হলেও চাকরিতে আছেন বহাল ব্যাংক কর্ম

ভুয়া মুক্তিযোদ্ধা সনদের গেজেট বাতিল হলেও চাকরিতে আছেন বহাল ব্যাংক কর্ম

বিগত সরকারের আমলে সরকারি কর্মকর্তা-কর্মচারী যাদের বিরুদ্ধে নানা অভিযোগ ও ভুয়া সনদে চাকরি নিয়েছেন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।  অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নানা অভিযোগ ওঠা কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপও শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, বাবা মো. লুৎফর রহমানের নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পেয়ে বহাল তবিয়তে রয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর মো. শাহরিয়ার রাসেল। গত ২ ফেব্রুয়ারি ২৫ তারিখে হাইকোর্ট এক রুল জারি করে জানতে চেয়েছেন রিট আবেদনকারীর আবেদন নিষ্পত্তি না করে এবং পল্লী সঞ্চয় ব্যাংক (কর্মকর্তা/কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ২০২২-এর বিধান অনুযায়ী পল্লী সঞ্চয় ব্যাংকের ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর মো. শাহরিয়ার রাসেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া এবং বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে করা হয়েছে এবং কেন তা আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না এই মর্মে।

হুন্ডি কমে যাওয়ায় রেমিটেন্সের উত্থান

হুন্ডি কমে যাওয়ায় রেমিটেন্সের উত্থান

রেমিটেন্স আহরণে এখন পর্যন্ত ছন্দপতন ঘটেনি। উল্টো আগের চেয়ে তেজিভাব দেখা যাচ্ছে রেমিটেন্সের ক্ষেত্রে। গেল তিন মাসে টানা প্রায় তিন বিলিয়নের কাছাকাছি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড গড়ল এই অর্থবছর। ধারণা করা হয়েছিল রমজান ও ঈদকে লক্ষ্য করেই রেমিটেন্স বেশি আসছে। আসলে এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।  বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত ২৫.২৭ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮.২ শতাংশ বেশি এবং দেশের ইতিহাসে অন্য যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ।  এদিকে, মে মাসের প্রথম সাত দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে ৭৩ কোটি ৫০ লাখ ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছর একই সময়ের তুলনায় ২২.৩ শতাংশ বেশি। গত বছর মে মাসের প্রথম সাত দিনে ৬০ কোটি ১০ লাখ ডলার রেমিটেন্স এসেছিল। এর আগে, চলতি বছরের মার্চে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা মাসিক হিসাবে এ যাবৎকালে সর্বোচ্চ। এপ্রিলে মোট ২৭৫ কোটি ১৯ লাখ ডলার রেমিটেন্স এসেছে দেশে, যা দ্বিতীয় সর্বোচ্চ।