ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

পটুয়াখালীতে রিয়ামনি আক্তার মিলা নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে পটুয়াখালী মহিলা কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। রবিবার সকাল সাড়ে ৯ টায় সহপাঠী রুমমেটরা নাস্তা খেতে গেলে এ সুযোগে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। অপর দিকে নাহিয়ান নামের এক যুবক ওই মেয়েকে স্ত্রী দাবী করলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।    কলেজের অধ্যক্ষ মুদাচ্ছির বিল্লাহ রিয়া মনির রুমমেট শিক্ষার্থীদের বরাত দিয়ে জানান, ঘটনাটি ঘটে সকাল সোয়া ৯ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে। রুমমেটরা নাস্তা খেতে যাওয়ার সুযোগে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। সহপাঠি রুমটেরা এসে জানালা দিয়ে দেখতে পেয়ে দরজা ভেঙ্গে রিয়া মনিকে উদ্ধার করে। তিনি জানান, অত্যন্ত মেধাবী গোল্ডেন জিপিএ পাওয়া একজন শিক্ষার্থী ছিল রিয়া মনি। সে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ছিল। সে কলেজের ছাত্রী নিবাসের ২০০১ নং কক্ষে বসবাস করতো। তার বাড়ি দশমিনা উপজেলায়।