ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ থেকে আরও বেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশ থেকে আরও বেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশ থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও বেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাঁ-পিয়ের লাক্রোয়ার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। প্রফেসর ইউনূস বলেন, “শান্তিরক্ষী মিশনে নারীদের অংশগ্রহণ আমি উৎসাহিত করি। তাদের অন্তর্ভুক্তি শুধু সমতা নয়, কার্যকর শান্তি প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি জাতিসংঘের প্রতিনিধিকে আরও জানান, শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সবসময় জাতিসংঘের প্রচেষ্টাকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখবে। প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশ শান্তিরক্ষী সরবরাহকারী শীর্ষ তিন দেশের একটি হিসেবে অবস্থান করছে। বর্তমানে ৫ হাজার ৬৭৭ জন বাংলাদেশি শান্তিরক্ষী জাতিসংঘের ১১টি সক্রিয় মিশনের ১০টিতে কাজ করছেন। জ্যাঁ-পিয়ের লাক্রোয়া জানান, নারীদের শান্তিরক্ষায় যুক্ত করার বিষয়ে জাতিসংঘের নিজস্ব নীতিমালা রয়েছে। তারা নারীদের কোনো নির্দিষ্ট ভূমিকায় সীমাবদ্ধ রাখতে চান না। তিনি বাংলাদেশের পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেমের (পিসিআরএস) আওতায় প্রতিশ্রুত পাঁচটি ইউনিটের কথা উল্লেখ করেন এবং জানান, বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী আরও সৈন্য ও পুলিশ পাঠাতে প্রস্তুত রয়েছে। সাক্ষাতে প্রফেসর ইউনূস জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সদর দপ্তর এবং মাঠপর্যায়ে বাংলাদেশি নেতৃত্ব আরও বাড়ানোর পক্ষে মত দেন। জ্যাঁ-পিয়ের লাক্রোয়া জানান, এ বিষয়ে জাতিসংঘও বাংলাদেশকে সমর্থন দেবে। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘের কঠোর যাচাই প্রক্রিয়া বাংলাদেশ মেনে চলে এবং প্রশিক্ষণ ও জবাবদিহিতায় জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে। মানবাধিকার রক্ষায় এসব উদ্যোগকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। এ সময় জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামী ১৩ থেকে ১৪ই মে জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেবে। সাক্ষাতে মিয়ানমারে চলমান সংঘর্ষ, সীমান্তে গোলাগুলির ঘটনা, বেসামরিক নাগরিকদের হতাহত হওয়া এবং নাফ নদ-সংলগ্ন এলাকায় জীবিকা বিপর্যয়ের বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “এই অস্থিরতা অব্যাহত থাকলে তা নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।” রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাম্প্রতিক রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা স্মরণ করেন এবং বলেন, “এই সফর রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে নতুন আশার সঞ্চার করেছে।”

বাংলাদেশ থেকে আরও বেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশ থেকে আরও বেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশ থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও বেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাঁ-পিয়ের লাক্রোয়ার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। প্রফেসর ইউনূস বলেন, “শান্তিরক্ষী মিশনে নারীদের অংশগ্রহণ আমি উৎসাহিত করি। তাদের অন্তর্ভুক্তি শুধু সমতা নয়, কার্যকর শান্তি প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি জাতিসংঘের প্রতিনিধিকে আরও জানান, শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সবসময় জাতিসংঘের প্রচেষ্টাকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখবে। প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশ শান্তিরক্ষী সরবরাহকারী শীর্ষ তিন দেশের একটি হিসেবে অবস্থান করছে। বর্তমানে ৫ হাজার ৬৭৭ জন বাংলাদেশি শান্তিরক্ষী জাতিসংঘের ১১টি সক্রিয় মিশনের ১০টিতে কাজ করছেন। জ্যাঁ-পিয়ের লাক্রোয়া জানান, নারীদের শান্তিরক্ষায় যুক্ত করার বিষয়ে জাতিসংঘের নিজস্ব নীতিমালা রয়েছে। তারা নারীদের কোনো নির্দিষ্ট ভূমিকায় সীমাবদ্ধ রাখতে চান না। তিনি বাংলাদেশের পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেমের (পিসিআরএস) আওতায় প্রতিশ্রুত পাঁচটি ইউনিটের কথা উল্লেখ করেন এবং জানান, বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী আরও সৈন্য ও পুলিশ পাঠাতে প্রস্তুত রয়েছে। সাক্ষাতে প্রফেসর ইউনূস জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সদর দপ্তর এবং মাঠপর্যায়ে বাংলাদেশি নেতৃত্ব আরও বাড়ানোর পক্ষে মত দেন। জ্যাঁ-পিয়ের লাক্রোয়া জানান, এ বিষয়ে জাতিসংঘও বাংলাদেশকে সমর্থন দেবে। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘের কঠোর যাচাই প্রক্রিয়া বাংলাদেশ মেনে চলে এবং প্রশিক্ষণ ও জবাবদিহিতায় জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে। মানবাধিকার রক্ষায় এসব উদ্যোগকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। এ সময় জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামী ১৩ থেকে ১৪ই মে জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেবে। সাক্ষাতে মিয়ানমারে চলমান সংঘর্ষ, সীমান্তে গোলাগুলির ঘটনা, বেসামরিক নাগরিকদের হতাহত হওয়া এবং নাফ নদ-সংলগ্ন এলাকায় জীবিকা বিপর্যয়ের বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “এই অস্থিরতা অব্যাহত থাকলে তা নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।” রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাম্প্রতিক রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা স্মরণ করেন এবং বলেন, “এই সফর রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে নতুন আশার সঞ্চার করেছে।”

adbilive
adbilive
দুর্ঘটনার শিকার এনসিপি নেতা মাহিন সরকার, ট্রাকের ধাক্কায় গাড়ি ক্ষতিগ্র

দুর্ঘটনার শিকার এনসিপি নেতা মাহিন সরকার, ট্রাকের ধাক্কায় গাড়ি ক্ষতিগ্র

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে এক দুর্ঘটনার শিকার হন তিনি ও তাঁর স্ত্রী। রবিবার (২০ এপ্রিল) রাত প্রায় পৌনে বারোটার দিকে মহাখালী কলেরা হাসপাতালের পাশে পৌঁছালে, প্রত্যাশা ট্রান্সপোর্ট এজেন্সির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৭-০৮০২) একেবারে অপ্রত্যাশিতভাবে তাঁদের প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার ফলে মাহিন সরকারের গাড়িটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাঁর স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন ও ট্রমাটাইজড হয়ে পড়েন বলে জানা গেছে। তবে স্থানীয় জনতার সহায়তায় ঘটনাস্থল থেকেই ট্রাকচালককে আটক করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

ঢাকার জনগণকে সাথে নিয়ে থানা ঘেরাও হবে: ইশরাক হোসেন

ঢাকার জনগণকে সাথে নিয়ে থানা ঘেরাও হবে: ইশরাক হোসেন

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। ইতোমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে, তবে কেউ যদি এখনও থেকে থাকে, তাকেও দ্রুত গ্রেফতার করতে হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোথাও থেকে প্রশাসনকে কোনোভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়, তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে আমরা সংশ্লিষ্ট থানাগুলো ঘেরাও করব। এই বক্তব্য তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করেন।

বিএনপি নেতার উপর হামলার ঘটনাটি চাঁদাবাজি সংশ্লিষ্ট: জেলা জামায়াত আমির

বিএনপি নেতার উপর হামলার ঘটনাটি চাঁদাবাজি সংশ্লিষ্ট: জেলা জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার আমির মাওলানা শাহিনুর আলম বলেছেন, উল্লাপাড়ায় বিএনপি নেতার উপর হামলার ঘটনাটি ব্যক্তিগত ব্যবসা ও চাঁদাবাজি সংশ্লিষ্ট। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলার অপচেষ্টা করা হচ্ছে, যা কাম্য নয়। রবিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের দরগাহ রোডস্থ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলম আরও বলেন, ১৭ এপ্রিল রাতে উল্লাপাড়া বাসস্ট্যান্ডের ইজারা গ্রহীতা ও জামায়াত কর্মী হাফিজুল এবং তার সঙ্গে থাকা ৫-৭ জনকে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ রহমান প্রায় দেড় থেকে দুই শত লোকজন নিয়ে ব্যাপক মারধর করে। পরদিন হাফিজুল ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী আজাদের উপর পাল্টা হামলা চালিয়ে তাকে আহত করে, যা অবশ্যই ন্যাক্কারজনক। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি নিজে হাফিজুলকে উল্লাপাড়া আর্মি ক্যাম্পে নিয়ে গিয়ে আইনের হাতে সোপর্দ করি—যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। তিনি আরও বলেন, কিন্তু বিএনপি ঘটনাটিকে রাজনীতিকরণের চেষ্টা করছে। বিক্ষোভ সমাবেশে জামায়াতকে জড়িয়ে বক্তব্য দিয়েছে এবং মিছিলে "ধর ধর শিবির ধর", "ধইরা ধইরা জবাই কর"—এমন উসকানিমূলক স্লোগান দিয়েছে, যা ফৌজদারি আইনে অপরাধযোগ্য। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল লতিফ, জেলা ছাত্রশিবিরের সভাপতি আলহাজ্ব আলী, শহর শিবিরের সভাপতি শামিম রেজা প্রমুখ।

যুদ্ধ বন্ধের জন্য ২০০ কোটি ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল হামাস!

যুদ্ধ বন্ধের জন্য ২০০ কোটি ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল হামাস!

ইসরাইলের বিরুদ্ধে চলমান সশস্ত্র লড়াই বন্ধে হামাসকে ২০০ কোটি ডলারের প্রস্তাব দেওয়া হলেও তা ফিরিয়ে দিয়েছে সংগঠনটির শীর্ষ নেতারা। ফিলিস্তিনের স্বাধীনতা ও মাতৃভূমির প্রশ্নে কোনও আপোষে রাজি নন তারা— এমনটাই জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম ওয়াইনেট নিউজ। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের তরফ থেকে হামাসকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। বলা হয়, যদি তারা গাজায় চলমান লড়াই বন্ধ করে এবং সব ধরনের অস্ত্র সমর্পণ করে, তবে বিনিময়ে তারা পাবে বিপুল পরিমাণ অর্থ, নিরাপদ আশ্রয়, বিলাসবহুল জীবনযাত্রা এবং বিদেশে পরিবারসহ বসবাসের সুযোগ। তবে এসব লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস নেতৃত্ব। সংগঠনের নেতারা স্পষ্ট জানিয়েছেন, তারা ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন এবং স্বাধীন ফিলিস্তিনের প্রশ্নে কোনও রকম আপোষ করবেন না। ওয়াইনেট নিউজ কাতারভিত্তিক সংবাদমাধ্যম 'আল আরাবি আল জাদিদ'-এর বরাত দিয়ে জানায়, হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের শীর্ষ নেতাদের সামনে এই প্রস্তাব রাখা হয়েছিল। এদের মধ্যে ছিলেন ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ার, মোহাম্মদ শাবানে এবং গাজা সিটি ব্রিগেডের কমান্ডার আল হাদ্দাদ। প্রস্তাব ফিরিয়ে দিয়ে এই নেতারা জানিয়েছেন, অঢেল সম্পদের আশ্বাসে তারা মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করতে প্রস্তুত নন। হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া এবং মোহাম্মদ দেইফের মতো নেতারা অতীতেও সীমিত সামর্থ্য নিয়ে ইসরাইলের বিপরীতে লড়াই করে প্রাণ দিয়েছেন। আজকের এই সিদ্ধান্ত যেন সেই ঐতিহ্যেরই ধারাবাহিকতা— “মাতৃভূমি অথবা মৃত্যু” এই আদর্শেই অনড় হামাস। ইসরাইলের আধুনিক সমরাস্ত্রে বারবার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা, কিন্তু থামেনি ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে চলা প্রতিরোধ। হামাসের সর্বোচ্চ নেতারা আবারও প্রমাণ করলেন, টাকার বিনিময়ে স্বাধীনতার লড়াই বিক্রি হয় না। ভিডিও দেখুন: https://youtu.be/PChZ_W1B_qk?si=AZKposcJK9G9gD2O

রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিল পর্যন্ত মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলারের। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ধীরে ধীরে বেড়েই চলছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রবাসী আয় বা রেমিটেন্স। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভ রয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার। রবিবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ১৭ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৭৩ বিলিয়ন বা দুই হাজার ৬৭৩ কোটি ডলার। তবে আইএমএফ হিসাব পদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভ ২১ দশমিক ৩৯ বিলিয়ন বা দুই হাজার ১৩৯ কোটি ডলার। এ দুই হিসাবের বাইরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে জানানো হয়। সেখানে আইএমএফের এসডিআর খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। সেই হিসাবে দেশের ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখন ১৬ বিলিয়ন ডলারের কাছাকাছি। একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেক্ষেত্রে আমাদের রিজার্ভ দিয়ে তিন মাসের বেশি সময়ের আমদানি দায় মেটানো সম্ভব। নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের ‘বিপিএম-৬’ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভ বের হয়। রিজার্ভের ইতিবাচক ধারায় সবচেয়ে বেশি ভূমিকা রাখছে প্রবাসী আয় বা রেমিটেন্স। চলতি মাসের প্রথম ১২ দিনে ১০৫ কোটি ২৪ লাখ ডলারের রেমিটেন্স এসেছে। গত মার্চ মাসে রেমিটেন্স আহরণে নতুন ইতিহাস রচিত হয়। মার্চে রেমিটেন্স এসেছে তিন দশমিক ২৯ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড। এক মাসে এর চেয়ে বেশি পরিমাণ রেমিটেন্স আগে কখনো আসেনি। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিটেন্স এসেছে। পরের মাস আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এরপর নভেম্বর মাসে এসেছে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে এসেছে ২৬৪ কোটি ডলার। চলতি বছরের জানুয়ারিতে ২১৯ কোটি ডলার রেমিটেন্স এসেছে। ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার ও মার্চে সব রেকর্ড ভেঙে ৩২৯ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টানা সাত মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশে। যার প্রভাবেই চাঙা রয়েছে রিজার্ভ। বাইরের অর্থ পরিশোধও বেড়েছে ॥ ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে রিজার্ভ ২৫ বিলিয়নে পৌঁছালেও এ সময়ে বৈদেশিক ঋণ ও সুদের অর্থ পরিশোধ কমেনি, বরং বেড়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানায়, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশী ঋণ পরিশোধ হয়েছে দুই দশমিক ৬৩৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। এর মধ্যে মূল ঋণ পরিশোধ করা হয়েছে এক দশমিক ৯৬২ বিলিয়ন ডলার (৬৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি) এবং সুদ বাবদ ৯৪৪ মিলিয়ন ডলার (১৭ দশমিক ১ শতাংশ বৃদ্ধি)। একই সময়ে উন্নয়ন সহযোগীরা ঋণ ও অনুদান মিলিয়ে চার দশমিক ১৩ বিলিয়ন ডলার ছাড় করেছে, যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক তিন শতাংশ কম। অর্থাৎ, রিজার্ভ বৃদ্ধির পেছনে ঋণ পরিশোধ কমার ভূমিকা নেই, বরং চাপ আরও বেড়েছে। তবে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ সরকার বেশ কয়েকটি চীনা এবং বহুপাক্ষিক ঋণের কিস্তি পুনঃসমন্বয়ের উদ্যোগ নেয়, যার ফলে তাৎক্ষণিক বৈদেশিক অর্থপ্রবাহের চাপ কমে যায়। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, সুদ ও ঋণ পরিশোধের একটি অংশ দ্বিতীয় প্রান্তিকে সরিয়ে আনার ফলে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কঠোর অবস্থান ও প্রণোদনামূলক পদক্ষেপ ॥ রিজার্ভ ঘাটতি কাটিয়ে ওঠার পেছনে মূল চালিকাশক্তি ছিল বাংলাদেশ ব্যাংকের নীতিগত হস্তক্ষেপ ও প্রণোদনামূলক পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে, প্রবাসী আয় বাড়ানো ও আমদানি নিয়ন্ত্রণে নেওয়া কার্যকর নীতিগুলোই রিজার্ভ বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। ড. আহসান এইচ মনসুর গভর্নরের দায়িত্ব নিয়েই রিজার্ভ পুনরুদ্ধারে কঠোর অবস্থান নেন। হুন্ডি দমনে মোবাইল কোর্টের মতো ব্যবস্থার পাশাপাশি প্রবাসী আয় দেশে আনতে বাড়ানো হয় প্রণোদনা। বিলাসবহুল পণ্যের আমদানি নিয়ন্ত্রণ করা হয়। আমদানি ব্যয়ের অনিয়ম নিয়ন্ত্রণে নেওয়া হয় নজরদারিমূলক ব্যবস্থা। পাশাপাশি ব্যাংক ব্যবস্থাপনায় আস্থা ফেরাতে চালু করা হয় নিরীক্ষা কার্যক্রম। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জনকণ্ঠকে বলেন, ‘রপ্তানি ও রেমিটেন্স বৃদ্ধির পাশাপাশি আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানো হয়েছে। এতে ডলারের বাজারে চাপ কমেছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সুশৃঙ্খল ডলার ব্যবস্থাপনাও রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক হয়েছে।’ তিনি আরও বলেন, এখনই বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার বাজার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেবে না। রিজার্ভের পরিস্থিতি আরও উন্নতি হলে পুরোপুরি বাজারের দিকে যাবে বৈদেশিক মুদ্রা বাজার। এছাড়া জুন নাগাদ দাতা সংস্থা (আইএমএফ) রিজার্ভের লক্ষ্যমাত্রা বাংলাদেশ ব্যাংক পূরণ করতে পারবে বলে আশা করেন তিনি। তা হলেই আইএমএফের দেওয়া ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি এক সঙ্গে পাওয়া যাবে।