ভদ্রতা মানে কি শুধু “দয়া করে”, “ধন্যবাদ” বা “দুঃখিত” বলা? না, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। ভদ্রতা শেখা মানে হলো অন্যকে সম্মান করা, ধৈর্য ধরতে শেখা এবং ভালো মানুষ হয়ে ওঠা। ছোটবেলা থেকেই যদি সন্তানকে কিছু গুরুত্বপূর্ণ আচরণ শেখানো যায়, তাহলে তারা বড় হয়ে আরও দায়িত্বশীল, সচেতন ও সহানুভূতিশীল মানুষে পরিণত হবে।