কোষ্টকাঠিন্য বর্তমানে একটি কমন সমস্যা। নিয়মিত পেট পরিষ্কার না হলে শরীরে দেখা দেয় অস্বস্তি ও নানা রকম রোগব্যাধি। যেমন পাইলস, এনালফিশার, মলদ্বার বের হয়ে আসা, মানসিক চাপ বৃদ্ধি, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, খাদ্যনালীর সমস্যা এমনকি আলসার বা ক্যান্সারও হতে পারে। কোষ্টকাঠিন্য থেকে মস্তিষ্কে টিউমার ও কোলন ক্যান্সারও হতে পারে।