ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

Sopno
Sopno
adbilive
adbilive
সব জেলা ও মহানগরীতে জামায়াতের বিক্ষোভ আজ

সব জেলা ও মহানগরীতে জামায়াতের বিক্ষোভ আজ

গোপালগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশের সব জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  বুধবার দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, গোপালগঞ্জ জেলায় এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত স্বৈরাচারের দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছে।  তারা এনসিপির নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে তাদের গাড়িতে হামলা করে এবং তাদের অবস্থানস্থল এসপির অফিসেও হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় এনসিপির বহুসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ আহত হয়েছেন। সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করেছে। তাদের সৃষ্ট সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগের প্রতিবাদে ১৭ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশের সকল জেলা ও মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হল। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি পালনের জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।  এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে গোপালগঞ্জের ঘটনায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, গোপালগঞ্জে কী হচ্ছে? গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতদূর জানতে পেরেছি, এনসিপির নেতারা স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ-আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার।

ঢাকা আবাহনীতে মোরসালিন

ঢাকা আবাহনীতে মোরসালিন

নতুন মৌসুমের দলবদল চলছে। তবে নীরবে ঘর গুছিয়ে যাচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগের ক্লাবগুলো। এখন পর্যন্ত বড় চমক দেখিয়েছে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড। দুই তরুণ সেনসেশন শেখ মোরসালিন ও আল আমিনকে এরই মধ্যে দলভুক্ত করে ফেলেছে আকাশী-হলুদ জার্সিধারীরা। স্টেডিয়াম পাড়ায় কান পাতলে শোনা যায়, মোহামেডান থেকে চলে যাওয়া আরেক সেনসেশন মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতেও যাচ্ছেন এই শিবিরে। যদিও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এএফসি কাপের জন্য আবাহনীর প্রস্তুতি শুরু হচ্ছে আজ। বুধবার সন্ধ্যায় ক্লাবে খেলোয়াড়রা রিপোর্টিং করেন। আগের বেশিরভাগ খেলোয়াড়দের রেখে দিয়ে তাদের সঙ্গে মোরসালিন ও আল আমিনকে যুক্ত করা হয়েছে। মোরসালিন ইতোমধ্যে ক্লাবে এসেছেন। আল আমিন আসবেন একদিন পর।  আবাহনী মাঠে আপাতত লক্ষ্য এএফসি কাপের বাছাই পর্ব। ১২ আগস্ট ঢাকার জাতীয় স্টেডিয়ামে কিরঘিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইডেটের বিপক্ষে লড়বে আবাহনী লিমিটেড।