ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১

গণতন্ত্রের আকাক্সক্ষা পূরণে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চাই

জাতিসংঘ সাধারণ পরিষদে ড. ইউনূস
গণতন্ত্রের আকাক্সক্ষা পূরণে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চাই

 বাংলাদেশের নতুন যাত্রায় বিশ্ববাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্ক স্থানীয় সময় ২৭ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের ছাত্র-জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসনব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাক্সক্ষাকে বাস্তবে রূপ দিতে  আমি বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাই। খবর ওয়েবসাইটের।

রাজনীতি
তাড়াতাড়ি নির্বাচনেই দেশের মঙ্গল : বিএনপি মহাসচিব

তাড়াতাড়ি নির্বাচনেই দেশের মঙ্গল : বিএনপি মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যৌক্তিক সময় মানে অনেক বেশি সময় না। যত দ্রুত নির্বাচন করা যাবে, ততোই দেশের মঙ্গল হবে। তিনি বলেন, অতিদ্রুত সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করবো।’ আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ্র স্মরণসভায় গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘কোনো রকম তালবাহানা সহ্য করা হবে না। সকল মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে কখনও নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না।’ বিএনপি মহাসচিব বলেন, ‘হাসিনা পালালেও সংকট কাটেনি। মানুষ বিশ্বাস করে, অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখনও নানা রকম ষড়যন্ত্র করছে। চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে আওয়ামী লীগ। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। হিন্দুভাইরা এ দেশের নাগরিক। নিশ্চয়তা দিচ্ছি, যেকোনও অনভিপ্রেত ঘটনা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে।’  মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারকে পরাজিত করার পর দম ফেলার সুযোগ পেয়েছেন। এই সুযোগ একদিনে তৈরি হয়নি। তারা গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা ধরে রাখতে তারা প্রশাসন, বিচার বিভাগ, অর্থনৈতিক প্রতিষ্ঠান সবকিছু কুক্ষিগত করেছিল। শেখ হাসিনা সরকার ভেবেছিল, সারাজীবন ক্ষমতায় থাকবে। অত্যাচর-নিপীড়ন করে ক্ষমতা ধরে রেখে সম্পদের পাহাড় গড়ার পরিকল্পনা ছিল তাদের।’ তিনি বলেন, ‘যারা একদিন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছিল, তারাই এখন দুর্নীতির দায়ে কারাগারে যাচ্ছে।  গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন হান্নান শাহর ছোট ছেলে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সাবেক মেয়র মজিবুর রহমান, ডা. মাজহারুল আলম, ওমর ফারুক শাফিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে ব্রিগে. জেনারেল (অব:) হান্নান শাহর কবর জিয়ারত করেন।

waltonbd
waltonbd
adbilive
adbilive
তাড়াতাড়ি নির্বাচনেই দেশের মঙ্গল : বিএনপি মহাসচিব

তাড়াতাড়ি নির্বাচনেই দেশের মঙ্গল : বিএনপি মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যৌক্তিক সময় মানে অনেক বেশি সময় না। যত দ্রুত নির্বাচন করা যাবে, ততোই দেশের মঙ্গল হবে। তিনি বলেন, অতিদ্রুত সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করবো।’ আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ্র স্মরণসভায় গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘কোনো রকম তালবাহানা সহ্য করা হবে না। সকল মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে কখনও নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না।’ বিএনপি মহাসচিব বলেন, ‘হাসিনা পালালেও সংকট কাটেনি। মানুষ বিশ্বাস করে, অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখনও নানা রকম ষড়যন্ত্র করছে। চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে আওয়ামী লীগ। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। হিন্দুভাইরা এ দেশের নাগরিক। নিশ্চয়তা দিচ্ছি, যেকোনও অনভিপ্রেত ঘটনা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে।’  মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারকে পরাজিত করার পর দম ফেলার সুযোগ পেয়েছেন। এই সুযোগ একদিনে তৈরি হয়নি। তারা গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা ধরে রাখতে তারা প্রশাসন, বিচার বিভাগ, অর্থনৈতিক প্রতিষ্ঠান সবকিছু কুক্ষিগত করেছিল। শেখ হাসিনা সরকার ভেবেছিল, সারাজীবন ক্ষমতায় থাকবে। অত্যাচর-নিপীড়ন করে ক্ষমতা ধরে রেখে সম্পদের পাহাড় গড়ার পরিকল্পনা ছিল তাদের।’ তিনি বলেন, ‘যারা একদিন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছিল, তারাই এখন দুর্নীতির দায়ে কারাগারে যাচ্ছে।  গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন হান্নান শাহর ছোট ছেলে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সাবেক মেয়র মজিবুর রহমান, ডা. মাজহারুল আলম, ওমর ফারুক শাফিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে ব্রিগে. জেনারেল (অব:) হান্নান শাহর কবর জিয়ারত করেন।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ নিয়ে যে মন্তব্য শিবির সভাপতির

ছাত্ররাজনীতি নিষিদ্ধ নিয়ে যে মন্তব্য শিবির সভাপতির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই না, আমরা যৌক্তিক সংস্কার চাই। শুক্রবার (২৭) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর শিক্ষা পল্লী পার্কের অডিটোরিয়ামে এক সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোড়ালো আবেদন বিগত ফ্যাসিস্ট সরকারের প্রণীত শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে খুব দ্রুত নতুন আলোকে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। এ ছাড়া, ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে পড়াশোনার পাশাপাশি সুন্দর রাষ্ট্র গঠনে নিজ নিজ স্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক সুহাইল।

বাংলাদেশের সামনে আজ পাকিস্তান

বাংলাদেশের সামনে আজ পাকিস্তান

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ শনিবার ফয়সালা হবে কোন দুটি দল ফাইনালে উঠবে। ভুটানের থিম্পুর চাংলিথিমাং স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিতে ভারত মোকাবিলা করবে নেপালের। আর শেষ চারের দ্বিতীয় লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।  বাংলাদেশ হচ্ছে এ-গ্রুপের রানার্সআপ। তারা নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরে হোঁচট খায়। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে। তাদের মতো ২ ম্যাচে ১ পয়েন্ট হয় মালদ্বীপেরও। কিন্তু গোল তফাতে পিছিয়ে পড়ায় মালদ্বীপগ্রুপে তৃতীয় হয় এবং টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এক্ষেত্রে ভাগ্য সহায়তা করে বাংলাদেশকে। কেননা মালদ্বীপ ভারতের কাছে ৩-০ গোলে হারায় গোল পার্থক্যে মালদ্বীপকে পেছনে ফেলে অবশেষে শেষ চারের টিকিট কাটে বাংলাদেশ। এ-গ্রুপের রানার্সআপ হয় তারা। পক্ষান্তরে পাকিস্তান হচ্ছে বি-গ্রুপের চ্যাম্পিয়ন। নেপালকে ১-০ ও শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারানোর পাশাপাশি ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে তারা।  এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার আগে ও ভুটান যাওয়ার আগে বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু তার দলের নাম ঘোষণার পাশাপাশি চ্যাম্পিয়ন হবার আশাবাদ ব্যক্ত করেছিলেন। 

কবিগুরু স্মরণে  ছায়ানটের  সংগীতসন্ধ্যা

কবিগুরু স্মরণে ছায়ানটের সংগীতসন্ধ্যা

শরতের সন্ধ্যায় সুরের খেলা ভেসে বেড়ায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে। সংগীতের মায়াজাল ছড়ানো সে আয়োজনটি উপভোগে রাজধানীর নানা প্রান্তের শ্রোতারা সমবেত হয়েছিলেন সেথায়। সুররসিকদের স্বতঃস্ফূর্ত আগমনে পরিপুর্ণ ছিল মিলনায়তন। পিনপতন নীরবতার মাঝে সেখানে শুধুই শোনা গেছে সুরেলা শব্দধ্বনি। তন্ময় হয়ে গানপ্রেমীরা শুনেছেন প্রকৃতির বন্দনা থেকে ভালোবাসার বার্তা দেওয়া কিংবা হৃদয় উদ্দীপ্ত করা বিচিত্র বাণীর গান। প্রায় দুই ঘণ্টার সেই সুর সুফরের মাঝে খুঁজে নিয়েছেন ভালোলাগার অনুভব। আর এই সংগীতাসরটি সাজানো ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐশ্বর্যময় সৃষ্টির নির্যাসমাখা গানের সুরে। পরিবেশিত হয়েছে একক থেকে সম্মেলক কণ্ঠের পরিবেশনা। সঙ্গে ছিল পাঠ ও আবৃত্তি। কবিগুরুর প্রয়াণবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি নিবেদনে শুক্রবার ছুটির দিনে অনুষ্ঠিত হয় এই সংগীতানুষ্ঠান।

মিয়ানমার কি তাহলে বিদ্রোহীদের দখলে চলেই গেলো

মিয়ানমার কি তাহলে বিদ্রোহীদের দখলে চলেই গেলো

দীর্ঘ সংঘাতের মধ্যেই এবার বিরোধী পক্ষগুলোকে অস্ত্র ছেড়ে সংলাপে বসার আহ্বান জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। সাম্প্রতিক সময়ে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো জান্তা বাহিনীকে প্রচণ্ড চাপের মধ্যে রেখেছে। গত বছরের অক্টোবর থেকে গোষ্ঠীগুলো জান্তা বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করার পর থেকে দেশটির একটি বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। ফলে এক প্রকার বাধ্য হয়েই এমন অবস্থানে যেতে হয়েছে তাতমাদোকে। সেনাবাহিনীর আলোচনার আহ্বানের পর সেটি প্রত্যাখ্যান করেছে বিরোধী পক্ষগুলো। এর আগে, জান্তা সরকার নিয়ন্ত্রিত মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল জান্তা শাসনের বিরুদ্ধে লড়াইরত জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো এবং বিরোধী জাতীয় ঐক্যের সরকার পরিচালিত সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেসকে ‘সন্ত্রাসবাদী পথ’ ছেড়ে দিয়ে রাজনৈতিক সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল বলেছে, ‘রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইরত জাতিগত সশস্ত্র সংগঠন এবং পিডিএফ সন্ত্রাসবাদীদের দলীয় রাজনীতি বা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। যাতে তারা সশস্ত্র সন্ত্রাসী পথ পরিত্যাগ করে টেকসই শান্তি ও উন্নয়নের ওপর জোর দিতে জনগণের সঙ্গে হাত মেলাতে সক্ষম হয়।’ তবে জান্তা সরকারের এই আহ্বান প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যের সরকার। এই সরকার মূলত ২০২১ সালে যে নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল তাদের জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত। এনইউজির মুখপাত্র নেই ফোন লাট বলেছেন, এটা বিবেচনারই বিষয় নয়। বিশ্বজুড়ে রাজনৈতিক বন্দিদের নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জান্তা বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর অন্তত ৫ হাজার ৭০৬ জন খুন হয়েছে তাদের হাতে। একই সময়ে জান্তা বাহিনী অন্তত ২১ হাজার জনকে বন্দি করেছে। অন্যদিকে, নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা জান্তা বাহিনী দেশটিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। মূলত নির্বাচন আয়োজনের অংশ হিসেবেই বিরোধীদের সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। জান্তা সরকার জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে দেশে ভোটার তালিকা হালনাগাদকরণ শুরু হবে, যাতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হয়।

শিগেরু ইশিবা জাপানের নতুন প্রধানমন্ত্রী

শিগেরু ইশিবা জাপানের নতুন প্রধানমন্ত্রী

জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন দেশটির প্রবীণ আইনপ্রণেতা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা। জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাকে নতুন নেতা হিসাবে বেছে নিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হবেন নতুন নেতা। জাপানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এলডিপির নেতৃত্ব দেবেন তিনি। এলডিপির প্রধান কার্যালয় টোকিওতে নতুন নেতা নির্বাচনে ভোট দেন দলটির আইনপ্রণেতা ও আঞ্চলিক নেতারা। ইশিবার পক্ষে পড়ে ২১৫ ভোট। আর তার প্রতিপক্ষ তাকাইচি পান ১৯৪ ভোট। বিদায়ী প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দলের তহবিল কেলেঙ্কারি এবং জনপ্রিয়তায় ধসের মুখে গত আগস্টে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন।

সংস্কার কাজে ৩৫০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

সংস্কার কাজে ৩৫০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

রাষ্ট্র সংস্কারে বিশ্বব্যাংকসহ উন্নয়ন সহযোগীরা আর্থিক সহায়তা দিয়ে অন্তর্বর্তী সরকারের ‘পাশে থাকার’ ঘোষণা দিয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশকে সহজ শর্তে ৩৫০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক।  নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই সহায়তার ঘোষণা দেন। তিনি জানান, বিশ্বব্যাংক বাংলাদেশের ডিজিটালাইজেশন, তারল্যসংকট উত্তরণ, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতের সংস্কারে সহায়তার জন্য এই ঋণ দেবে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের মধ্যেই এই ঋণ সহায়তা পাওয়া যাবে বলে আশা করছে সরকার।  বিশ্বব্যাংকের পাশাপাশি বড় অঙ্কের ঋণ সহায়তা দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি)। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ভারত, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা ও একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।  নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার দুপুরে ড. ইউনূস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের মধ্যে ঋণ সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। ড. ইউনূসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা ওই সময় বলেন, বিশ্বব্যাংকের দেওয়া ঋণের মধ্যে কমপক্ষে ২০০ কোটি ডলার হবে নতুন ঋণ এবং আরও ১৫০ কোটি ডলার বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা হবে।  বাংলাদেশের ডিজিটালাইজেশন, তারল্যসংকট উত্তরণে এই ঋণ কাজে লাগবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অর্থনীতির ক্ষতি তুলে ধরে টেকসই পরিকল্পনা দেওয়া হবে

অর্থনীতির ক্ষতি তুলে ধরে টেকসই পরিকল্পনা দেওয়া হবে

টাস্কফোর্স কমিটির সভাপতি ও বিআইডিএসের সাবেক মহাপরিচালক  ড. কে এ এস মুর্শিদ বলেছেন, আমরা সবকিছুই হয়তো করতে পারব না। তবে অর্থনীতির যেসব জায়গা ক্ষতিগ্রস্ত আপনারা সবাই জানেন। আমরা সেগুলো নিয়ে কাজ করব। উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্যার আমাদেরকে কাজের পরিধি, কৌশল ও গুরুত্বের জায়গাগুলো সম্পর্কে ধারণা দিয়েছেন। আমরা আগামী বৈঠক থেকে সুনির্দিষ্টভাবে কাজ শুরু করব। বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলাদেশ নগরের পরিকল্পনা কমিশনে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্স এর প্রথম সভা শেষে এসব কথা বলেন তিনি।  তিনি বলেন, দেশের অর্থনীতি এখন যে জায়গায় আছে আমরা চেষ্টা করব সেখান থেকে কিভাবে গো অন করে ট্র্যাকে ফিরিয়ে আনা যায়। সেই সঙ্গে অর্থনীতিকে এগিয়ে নিতে কৃষি, শিল্প উৎপাদন, বাণিজ্য এবং উন্নয়ন প্রকল্পসহ ইত্যাদি বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। বিআইডিএসের সাবেক এই মহাপরিচালক বলেন, আমরা স্বল্প মেয়াদে সরকারকে পরিকল্পনা দিব। যাতে আগামী ১ বা ২ বছরের মধ্যে একটা ফলাফল দেখা যায়।

তদন্তের নির্দেশের পর পতনে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম

তদন্তের নির্দেশের পর পতনে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ ক্ষতিয়ে দেখতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির এ নির্দেশের পর শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দামে পতন হয়েছে। সম্প্রতি ইসলামী ব্যাংকের শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। এতে অল্প দিনের মধ্যেই কোম্পানির শেয়ারের দাম বেড়ে দ্বিগুণ হয়ে যায়। প্রতিষ্ঠানটির শেয়ারের এই অস্বাভাবিক দাম বাড়ার কারণ ক্ষতিয়ে দেখতে বুধবার ডিএসইকে নির্দেশ দেয় বিএসইসি। ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে বিএসইসির সার্ভিলেন্স বিভাগে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতন হওয়ার পর ইসলামী ব্যাংকের শেয়ার দাম বাড়ার পালে হাওয়া লাগে। তবে ৯ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দাম হু হু করে বাড়তে থাকে। গত ৯ সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৯ টাকা ২০ পয়সা। সেখান থেকে দফায় দফায় দাম বেড়ে ২৫ সেপ্টেম্বর প্রতিটি শেয়ারের দাম ৭০ টাকা ৪০ পয়সায় উঠেছে। অর্থাৎ ১৫ দিনের মধ্যে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৩০ টাকার ওপরে বেড়ে যায়। এর প্রেক্ষিতে ২৫ সেপ্টেম্বর ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তাকে (সিআরও) দিয়ে দিয়ে ইসলামী ব্যাংকের শেয়ার দাম বাড়ার বিষয়টি তদন্ত করেতে বলে বিএসইসি। চিঠিতে, চলতি বছরের ৬ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ারের দাম বাড়ার বিষয়টি ক্ষতিয়ে দেখতে বলা হয়েছে।

নারীকে মানুষ ভাবুন

নারীকে মানুষ ভাবুন

সমতাভিত্তিক সমাজ তৈরিতে নারী-পুরুষের সমঅধিকার প্রাসঙ্গিক এবং যৌক্তিক। যা আধুনিকতার পরম চাওয়া-পাওয়া। বহুবার দাবি করা আরও এক বিষয় সামনে চলে আসেÑ নারীকে মানুষ ভাবাও বাঞ্ছনীয় এবং জরুরি। দেশের নারী সংগঠন মহিলা পরিষদ নারীর সর্ববিধ অধিকার প্রতিষ্ঠায় তাকে মানুষ ভাবার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় এনেছে। পুরুষ কিংবা পিতৃতান্ত্রিক যেই সমাজই হোক না কেন নারীদের পশ্চাৎবর্তিতার করুণ দৃশ্য উঠে আসাও চরম বিপন্নতা। চলে আসা সামাজিক প্রচলিত রীতিতে শুধু কন্যা, জায়া, জননীর আড়ালে মানুষ শব্দটি যে ঢাকা পড়ে। তেমন অনাকাক্সিক্ষত খোলস থেকে নারীর বের হয়ে আসা যেন সময়ের ইঙ্গিত।