ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিদেশ
ভারত-পাকিস্তান যুদ্ধে সাদা পতাকা উড়িয়ে ভারতের লাশ সংগ্রহের বিষয়ে যা জানা গেল

ভারত-পাকিস্তান যুদ্ধে সাদা পতাকা উড়িয়ে ভারতের লাশ সংগ্রহের বিষয়ে যা জানা গেল

গত ৬ মে পাকিস্তানশাসিত কাশ্মীরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভারত দাবি করে, ‘অপারেশন সিঁদুর’ নামে এক অভিযানে তারা জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তইয়েবার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়। ভারতের ভাষ্য, কাশ্মীরে পর্যটকদের ওপর গত এপ্রিলের হামলার জবাবেই এই অভিযান। তবে পাকিস্তান দাবি করেছে, হামলাগুলো বেসামরিক এলাকায়, এমনকি মসজিদেও আঘাত হানে। এতে বেসামরিক প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে বলে ইসলামাবাদ দাবি করেছে। পাকিস্তান আরও জানায়, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

adbilive
adbilive
এখানে রাজনৈতিক দল হিসেবে আসিনি। আমরা এসেছি এদেশের ১৮ কোটি জনগণের ঐক্যমতের ভিত্তিতে

এখানে রাজনৈতিক দল হিসেবে আসিনি। আমরা এসেছি এদেশের ১৮ কোটি জনগণের ঐক্যমতের ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে চলমান বিক্ষোভে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এক জোরালো ও আবেগঘন বক্তব্য দেন। আন্দোলনরত নেতা-কর্মী, ছাত্র-জনতা এবং শ্রমজীবী মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “সম্মানিত ভাই-বোনেরা, ছাত্র জনতা, সম্মানিত শ্রমিক ভাইয়েরা, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শুধু একটি সরকারের পতন হয়নি, পতন হয়েছে এক গনহত্যাকারী, ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তির। এটা ছিল শুধু একজন আওয়ামী নেতার পতন নয়, বরং গত ১৭ বছরের একচেটিয়া রাজনৈতিক আধিপত্যের অবসান।”

ডেমরায় প্রযুক্তি ও পর্নোগ্রাফি আসক্তির ফলে বাড়ছে পরকীয়া, ধর্ষণ ও ব্ল্যাকমেইল

ডেমরায় প্রযুক্তি ও পর্নোগ্রাফি আসক্তির ফলে বাড়ছে পরকীয়া, ধর্ষণ ও ব্ল্যাকমেইল

সম্প্রতি রাজধানীর ডেমরা এলাকায় পরকীয়া, ধর্ষণ ও ব্ল্যাকমেইলের মতো অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে, যা সমাজে এক গভীর উদ্বেগ ও অস্থিরতা সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সামাজিক অবক্ষয়ের পেছনে তরুণদের মধ্যে দিন দিন বেড়ে যাওয়া পর্নোগ্রাফি আসক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সমাজব্যবস্থায় এই ধরণের সংকট কেবল ব্যক্তি পর্যায়ে নয়, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় নিরাপত্তার ওপরও বিরূপ প্রভাব ফেলছে। প্রয়োজনীয় মনিটরিং, জনসচেতনতা এবং প্রযুক্তিনির্ভর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ না করলে এই প্রবণতা ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

ভারত-পাকিস্তান যুদ্ধে সাদা পতাকা উড়িয়ে ভারতের লাশ সংগ্রহের বিষয়ে যা জানা গেল

ভারত-পাকিস্তান যুদ্ধে সাদা পতাকা উড়িয়ে ভারতের লাশ সংগ্রহের বিষয়ে যা জানা গেল

গত ৬ মে পাকিস্তানশাসিত কাশ্মীরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভারত দাবি করে, ‘অপারেশন সিঁদুর’ নামে এক অভিযানে তারা জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তইয়েবার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়। ভারতের ভাষ্য, কাশ্মীরে পর্যটকদের ওপর গত এপ্রিলের হামলার জবাবেই এই অভিযান। তবে পাকিস্তান দাবি করেছে, হামলাগুলো বেসামরিক এলাকায়, এমনকি মসজিদেও আঘাত হানে। এতে বেসামরিক প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে বলে ইসলামাবাদ দাবি করেছে। পাকিস্তান আরও জানায়, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

নীতির ধারাবাহিকতা থাকলে মূল্যস্ফীতি কমানো সম্ভব ॥ গভর্নর

নীতির ধারাবাহিকতা থাকলে মূল্যস্ফীতি কমানো সম্ভব ॥ গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের নীতির ধারাবাহিকতা ও সরকারি প্রচেষ্টা অব্যাহত থাকলে দেশে মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব। বৃহস্পতিবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে নারী উদ্যোক্তাদের সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ। গভর্নর বলেন, ‘আমরা যদি একদিকে টাকা ছাপি আর অন্যদিকে বলি মূল্যস্ফীতি কমছে নাÑ তা হলে তো হবে না। আমাদের কঠোর অবস্থানে থাকতে হবে। মূল্যস্ফীতি কমছে, তবে সময় লাগছে। ধীরে ধীরে এটি আরও কমে আসবে।’ তিনি আরও বলেন, ‘এক সময় দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল সাড়ে ১৪ শতাংশ, এখন তা নেমে এসেছে সাড়ে ৮ শতাংশে। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল সাড়ে ১২ শতাংশের বেশি, এখন তা প্রায় ৯ শতাংশ। আমরা আশাবাদী সঠিক নীতির মাধ্যমে মূল্যস্ফীতি আরও কমানো সম্ভব।’ নারীদের অগ্রগতির প্রসঙ্গে গভর্নর বলেন, ‘নারীদের সাংবিধানিক অধিকার বাস্তবে পুরোপুরি নিশ্চিত হয়নি। ঋণ নিতে গিয়ে তারা এখনো নানা প্রতিবন্ধকতায় পড়েন। নারীদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের মা-বোনদের অল্প বয়সে বিয়ে দেওয়া হতো, এখন তা সময়োপযোগী নয়। নারীদের রান্নাঘর থেকে বের করে অর্থনৈতিক কর্মকা-ে যুক্ত করতে মানসিকতার বড় পরিবর্তন প্রয়োজন। বর্তমানে ব্যাংক খাতে মোট ঋণের মাত্র ৬ শতাংশ নারীদের হাতে যাচ্ছে, এটি যথেষ্ট নয়।’ নারীদের ঋণ প্রসঙ্গে গভর্নর বলেন, ‘ঋণ দিতে হবে ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে। শুধু কেন্দ্রীয় ব্যাংকের ফান্ড বাড়িয়ে নয়, বরং নারীদের অধিকার বিবেচনায় নিয়েই উদ্যোগ নিতে হবে। পাশাপাশি, তাদের আর্থিক সচেতনতা বাড়ানোও জরুরি।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা। উল্লেখ্য, সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এই চার দিনব্যাপী মেলার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। মেলা চলবে ১১ মে পর্যন্ত। এতে বিভিন্ন জেলা থেকে ৬৮ জন নারী উদ্যোক্তা পণ্য নিয়ে অংশ নিয়েছেন। শেষ দিনে ছয়জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হবে।