ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

Hotel ad
Hotel ad
স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার সম্ভাবনা কম রাশিয়ার

স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার সম্ভাবনা কম রাশিয়ার

রুশ-ইউক্রেন লড়াই বন্ধে এক মাসের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য মন্তব্য করেনি রাশিয়া। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দা শহরে এক দীর্ঘ বৈঠকের পর ইউক্রেনের প্রতিনিধিরা যুদ্ধবিরতি চুক্তিতে হ্যাঁ সূচক মন্তব্য করে। আলোচনায় অংশ নেওয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার গণমাধ্যমের সামনে বলেন, বল এখন রাশিয়ার কোর্টে। রুশ-ইউক্রেন লড়াই বন্ধে এখন মস্কোকে সদিচ্ছা দেখাতে হবে। তিনি বলেন, রাশিয়া যদি এখন হ্যাঁ সূচক মন্তব্য করে। তবে রুশ-ইউক্রেন লড়াই বন্ধে আর কোনো বাধা রইল না। তিনি বলেন, আর রাশিয়া যদি ‘না’ সূচক মন্তব্য করে তবে আমাদের তবে অবশ্যই বিষয়টি নিয়ে আরও কাজ করতে হবে। রুবিও বলেন, আমরা শেষবারের মতো রুশ নেতাদের সঙ্গে কথা বলেছি। তাদের মন্তব্যে আমরা আশাবাদী হতেই পারি।

ভারতে সম্রাট আওরঙ্গজেবের সমাধি বুলডোজার দিয়ে গুড়িয়ে  চায় বিজেপি নেতারা!

ভারতে সম্রাট আওরঙ্গজেবের সমাধি বুলডোজার দিয়ে গুড়িয়ে চায় বিজেপি নেতারা!

ভারতে মুঘল ও মুসলিম ঐতিহ্যের বিভিন্ন স্থাপনা নিয়ে বিতর্ক যেন থামছেই না। ক্ষমতাসীন বিজেপি ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে বারবার মুঘল আমলের নিদর্শন অপসারণের দাবি তোলা হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি। মহারাষ্ট্রের সম্ভাজীনগর জেলার খুলদাবাদে অবস্থিত আওরঙ্গজেবের সমাধি সরিয়ে ফেলার দাবি তুলেছেন বিজেপি নেতারা, যার প্রতি সমর্থন জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সমাধি অপসারণের দাবির প্রতি সমর্থন জানালেও বলেছেন, এটি আইনানুগ উপায়ে করতে হবে। কারণ, পূর্ববর্তী কংগ্রেস সরকার সমাধিটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক সংস্থার (ASI) অধীনে সংরক্ষিত স্থান হিসেবে ঘোষণা করেছিল। সম্প্রতি বিজেপি সাংসদ ও মারাঠা বংশধর উদয়ন রাজে ভোঁসলে আওরঙ্গজেবের সমাধি ভেঙে ফেলার দাবি করেন। তিনি আওরঙ্গজেবকে `চোর ও লুটেরা` আখ্যা দিয়ে বলেন, "বুলডোজার পাঠিয়ে তার সমাধি ধ্বংস করা উচিত। যারা এই সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানায়, তারা চাইলে এটি নিজেদের বাড়িতে নিয়ে যেতে পারে, কিন্তু আওরঙ্গজেবের গৌরব আর সহ্য করা হবে না।" এর আগে, গত ৪ মার্চ বিজেপি নেতা নবনীত রানাও সমাধি ভেঙে ফেলার দাবি তুলেছিলেন। তিনি মহারাষ্ট্র সরকারকে আহ্বান জানান, আওরঙ্গাবাদ জেলার নাম পরিবর্তনের মতোই আওরঙ্গজেবের সমাধিও নিশ্চিহ্ন করা হোক। সমাধিটি ঘিরে বিতর্কের সূত্রপাত হয় সমাজবাদী পার্টির সংসদ সদস্য আবু আজমির এক মন্তব্যকে কেন্দ্র করে। তিনি আওরঙ্গজেবের প্রশংসা করে বলেন, "সম্রাট আওরঙ্গজেব বহু হিন্দু মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং তিনি মোটেও নিষ্ঠুর শাসক ছিলেন না।" তার এই বক্তব্যের পর মহারাষ্ট্র বিধানসভা থেকে তাকে অধিবেশন চলাকালীন বাকি সময়ের জন্য বহিষ্কার করা হয়। প্রসঙ্গত, সম্রাট আওরঙ্গজেব ছিলেন মুঘল সাম্রাজ্যের সর্বশেষ শক্তিশালী সম্রাট। তিনি ১৬৫৮ থেকে ১৭০৭ সাল পর্যন্ত প্রায় ৫০ বছর ভারত শাসন করেন। ধর্মপ্রাণ মুসলিম শাসক হিসেবে পরিচিত আওরঙ্গজেব শরীয়া আইন চালু করেছিলেন এবং তার শাসনামলেই মুঘল সাম্রাজ্যের সর্বোচ্চ বিস্তার ঘটে। তিনশো বছরেরও বেশি সময় ধরে তার সমাধি ইতিহাসের অংশ হয়ে থাকলেও, বিজেপি নেতাদের সাম্প্রতিক উসকানিতে এটি নতুন করে বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। ভিডিও দেখুন: https://youtu.be/R4RV-KE7e9s?si=2ArXxjCkZ_2BPZ0-

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বৃদ্ধির সুপারিশ

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বৃদ্ধির সুপারিশ

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম বলেছেন, আইডিআরএ নামে আছে, কাজে নেই। আইডিআরএ তার ক্ষমতার প্রয়োগ করতে পারে না। এ খাতের উন্নয়ন করতে চাইলে আইডিআরএকে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। বুধবার মতিঝিলে আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠিত ‘বিমা খাতের সংস্কার ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যৌথভাবে সেমিনারের আয়োজন করে আইডিআরএ এবং বিমা খাতের সংবাদকর্মীদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)। বিমা আইনকে অত্যন্ত ত্রুটিপূর্ণ আখ্যায়িত করে আসলাম আলম বলেন, আইডিআরএকে দুর্বল করে বিমাকারীদের পক্ষে এই আইন করা হয়েছে।

বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়া হবে

বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়া হবে

রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। এবার নানা কারণে আকার ছোট করে বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়ন করছে সরকার। এ কারণে  ফুলিয়ে-ফাঁপিয়ে ‘ঢাউস’ আকারের বাজেট থেকে সরে আসা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ছোট হবে এবার। নতুন করে বড় কোনো প্রকল্প নেওয়া হবে না। তবে যেসব বড় প্রকল্প আছে, সেগুলোতে অর্থায়ন চলমান থাকবে। মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  জানা গেছে, জাতীয় সংসদ না থাকায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আগামী বাজেট উপস্থাপন করবেন  টেলিভিশনের পর্দায়। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এ বাজেট ঘোষণা করা হবে। জুনের প্রথম সপ্তাহে নতুন বাজেট ঘোষণা হবে। প্রচলিত বিধান অনুযায়ী, রাজনৈতিক সরকারের অর্থমন্ত্রীরা সংসদে বাজেট উপস্থাপন করেন।